Book Name:Nekiyan Chupaye
হযরত সালেহ মুররী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি স্বপ্নে নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র সামনে কুরআনে পাকের তিলাওয়াত করি, তখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জিজ্ঞাসা করলেন: হে সালেহ! এটা তো কুরআনের তিলাওয়াত! কান্না কোথায়? (ইহইয়াউল উলুম, ১/৮৩৬)
সিজদায় রাত অতিবাহিতকারী বান্দা
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা খোদাভীতিতে অশ্রু প্রবাহিত করার ফযীলত শুনলাম। আল্লাহ ওয়ালাগণের পদ্ধতি ছিলো যে, যেমনিভাবে তারা আল্লাহ পাকের ভয়ে কান্না করতেন, তেমনি তারা রাত দিন আল্লাহ পাকের ইবাদতে অতিবাহিত করতেন, এরূপ লোকদের ব্যাপারে আল্লাহ পাক ১০তম পারা, সূরা ফোরকানের ৬৪-৬৬ নং আয়াতে ইরশাদ করেন:
وَالَّذِیۡنَ یَبِیۡتُوۡنَ لِرَبِّہِمۡ سُجَّدًا وَّ قِیَامًا (۶۴)وَالَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَا اصۡرِفۡ عَنَّا عَذَابَ جَہَنَّمَ ۖ اِنَّ عَذَابَہَا کَانَ غَرَامًا (ۖ۶۵) اِنَّہَا سَآءَتۡ مُسۡتَقَرًّا وَّ مُقَامًا (۶۶)
(পারা ১৯, সূরা ফোরকান, আয়াত ৬৪-৬৬) কানযুল ঈমান থেকে অনুবাদ: আর ঐসব লোক, যারা রাত অতিবাহিত করে আপন প্রতিপালকের জন্য সিজদা ও কিয়ামের মধ্যে এবং ঐসব লোক, যারা আরয করে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের দিক থেকে ফিরিয়ে দাও জাহান্নামের শাস্তিকে; নিশ্চয় সেটার শাস্তি হচ্ছে গলার শৃঙ্খল’। নিশ্চয় তা অতি নিকৃষ্ট অবস্থানস্থল।
তাফসীরে সীরাতুল জিনানে এই আয়াতের আলোকে যা কিছু লিখা রয়েছে, আসুন! তার সারমর্ম শুনার সৌভাগ্য অর্জন করছি: এখানে পরিপূর্ণ ঈমানদারদের একাকীত্ব জীবন সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, অতএব ইরশাদ করেন: কামিল ঈমানদারদের নির্জনতা ও একাকিত্বের অবস্থা এমন যে, তাদের রাত আল্লাহ