Nekiyan Chupaye

Book Name:Nekiyan Chupaye

পছন্দ করতেন না যে, অন্য কেউ তার আমল সম্পর্কে জেনে তাঁর প্রশংসা করুক, তাইতো রাতের অন্ধকারে গোপনে সেই অন্ধ বৃদ্ধার ঘরের কাজকর্ম করে দিতেন আমিরুল মুমিনিন হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ নিজের নেক আমল গোপন করার প্রেরণার প্রতি কোটি কোটি সালাম এই ঘটনায় আমিরুল মুমিনিন হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ বিনয় নম্রতাও নিজেই নিজের উদাহরণ এই ঘটনায় আমীরুল মুমিনিন হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ উম্মতে মুস্তফার কল্যাণ কামনারও খুবই সুন্দর ঝলক দেখা গেলো এই ঘটনাটি আমীরুল মুমিনিন হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ গরীবের প্রতি ভালবাসারও উদাহরণও অতুলনীয় এবং তাঁর অন্তরে নেকীতে অগ্রগামী হওয়ার প্রবল সত্য প্রেরণা বিদ্যমান ছিলো হায়! আমীরুল মুমিনিন হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এই সকল মহান বৈশিষ্ট্য থেকে আমাদেরও যেনো কিছু নসীব হয়ে যায়

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    হে আশিকানে রাসূল! সমাজে বসবাসকারী মানুষের মধ্যে একটি শ্রেণি রয়েছে, যারা এরূপ উপায় অবলম্বন করে থাকে, যাতে তাদের প্রসিদ্ধি লাভ হয় আর আল্লাহ ওয়ালাগণ প্রসিদ্ধিকে পছন্দ করেন না বরং নিজের ইবাদত নেক আমল গোপন করার চেষ্টা করে থাকেন

প্রসিদ্ধি লাভের পর আমি জীবিত থাকতে চাই না

    হযরত আল্লামা ইয়াফেয়ী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উদ্ধৃত করেন: এক বুযুর্গ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই দোয়া করতেন: হে আল্লাহ পাক! আমাকে তোমার দয়া ও অনুগ্রহ দ্বারা ধন্য করো কিন্তু মানুষের মাঝে অপরিচিত রাখো, মানুষ যেনো আমাকে না চিনে একরাতে তিনি নামাযে