Book Name:Nekiyan Chupaye
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি হলো “এলাকায়ী দাওরা”
প্রিয় ইসলামী ভাইয়েরা! গুনাহ ও রিয়ার ধ্বংসলীলা থেকে মুক্তি পাওয়ার জন্য দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে ১২ দ্বীনি কাজের মধ্যে অংশগ্রহন করে দ্বীনের পয়গাম ছড়িয়ে দিন, اِنْ شَآءَاَللهُ الْکَرِیْم এটার অসংখ্য বরকত নিজের চোখে দেখতে পাবেন। ও যেলী হালকার ১২ দ্বীনি কাজের মধ্যে অংশগ্রহনকারী হয়ে যান।
যেলী হালকার ১২ দ্বীনি কাজের মধ্য হতে একটি দ্বীনি কাজ “এলাকায়ী” দাওরা। এই দ্বীনি কাজের অসংখ্য উপকারীতা রয়েছে, যেমন মসজিদ আবাদ থাকে, এলাকার মধ্যে খুব দ্বীনি কাজ ছড়িয়ে পড়ে, নতুন নতুন ইসলামী ভাই দ্বীনি পরিবেশের নিকটে চলে আসে, বেনামাযীদের নামাযী বানানোর সৌভাগ্য নসীব হয়, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ’র দোয়ার মধ্যে শরীক ও নেকীর দা’ওয়াত দেয়ার সুযোগ হয়ে থাকে। বিভিন্ন এলাকার মধ্যে গিয়ে লোকজনকে নামায ও সুন্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য নেকীর দা’ওয়াত দেয়া নিশ্চিত অনেক বড় সৌভাগ্যের বিষয়।
হযরত ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নেকীর দা’ওয়াত দেয়া ও মন্দ কার্যাদি থেকে নিষেধ করা তোমার জন্য সদকা (স্বরুপ) এবং দূর্বলদের নিজের বাহনে বসানো তোমার জন্য সদকা এবং রাস্তা থেকে কষ্টকর বস্তু সরিয়ে দেয়া তোমার জন্য সদকা এবং নামাযের জন্য হাঁটার ক্ষেত্রে প্রতিটি কদমে তোমার জন্য সদকা। (আত্তারগিব ওয়াত্তারহিব, ২/৪৬৬, হাদীস: ৪৫৬১) আপনারা শুনলেন তো! নেকীর দা’ওয়াত দেয়ার দ্বারা সদকার সাওয়াব অর্জিত হয়ে থাকে, সুতরাং আমাদেরও উচিত খুব বেশি বেশি এলাকায়ী দাওরার মাধ্যমে আল্লাহ পাকের অনুগ্রহের হকদার হওয়া।