Book Name:Nekiyan Chupaye
সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ’র গোপন আমল
হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ রাতের বেলা মদীনা পাকের কোন একটি এলাকায় বসবাসকারী একজন অন্ধ বৃদ্ধা মহিলার ঘরোয়া কাজকর্ম করে দিতেন, যেমন; তার জন্য পানি নিয়ে আসতেন ও তার সকল কাজ করে দিতেন। প্রতিদিনকার মতো একবার তিনি সেই বৃদ্ধা মহিলার ঘরে আসলেন, তখন এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন যে, সকল কাজই তার পূর্বে কেউ করে দিয়েছে, দ্বিতীয় দিন একটু তাড়াতাড়িই আসলেন, তখনও একই অবস্থা দেখলেন যে, সব কাজ পূর্বেই হয়ে গিয়েছে, যখন দুই তিনদিন এরূপ হলো তখন ওমর ফারুক رَضِیَ اللهُ عَنْہُ খুবই চিন্তিত হলেন; এমন কে আছেন? যে নেকীতে আমার চেয়ে অগ্রগামী হয়ে যাচ্ছে? একদিন দিনের বেলায় তিনি এসে কোথাও লুকিয়ে রইলেন, যখন রাত হলো তখন দেখলেন যে, যুগের খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ আগমন করলেন এবং সেই অন্ধ বৃদ্ধার সকল কাজ করে দিলেন। ওমর ফারুক رَضِیَ اللهُ عَنْہُ খুবই আশ্চর্য হলেন যে, যুগের খলিফা হওয়ার পরও এরূপ বিনয়! অতঃপর নিজেই বললেন: আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ-ই, যিনি নেকীতে আমার চেয়ে অগ্রগামী হয়ে থাকেন। (কানযুল উম্মাল, কিতাবুল ফাযায়িল, ১২তম অংশ, ৬/২২১, হাদীস: ৩৫৬০২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ যুগের খলিফা হওয়ার পরও সেই অন্ধ বৃদ্ধার ঘরের কাজকর্ম স্বয়ং নিজের হাতে করে দিতেন। এটাও জানা গেলো! আমিরুল মুমিনিন হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এই বিষয়টি একেবারেই