Qabar Kaise Roshan Ho

Book Name:Qabar Kaise Roshan Ho

অনটন ও দারিদ্রতা বিমোচন করে। (সদকা কা ইনআম, ১৭-১৯ পৃষ্ঠা) মোটকথা! সদকা অসংখ্য কল্যাণের দরজা খুলে দেয় এবং অসংখ্য মন্দের দরজা বন্ধ করে দেয়, অতএব আমাদেরও উচিত অধিক পরিমাণে দান খয়রাত করে আমাদের কবর ও আখিরাত উন্নত করার ব্যবস্থা করা।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কবরে কাজে আসার আরো কয়েকটি আমল

       প্রিয় ইসলামী ভাইয়েরা! (৫) মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায জামাআত সহকারে আদায় করা (৬) ফরয হলে যাকাত প্রদান করা (৭) রোযা রাখা এবং (৮) মানুষের সাথে সদ্ব্যবহার করাও কবরের আযাব থেকে বাঁচার কারণ। হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: ঐ সত্তার শপথ! যার কুদরতি হাতে আমার প্রাণ! যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন সে ফিরে আসা লোকদের জুতার আওয়াজ শুনতে পায়, যদি সে মুমিন হয়, তাহলে তার মাথার দিকে নামায, ডানদিকে যাকাত, বামে রোযা এবং অন্যান্য কল্যাণ, নেক আমল এবং মানুষের সাথে সদাচরণ তার পায়ের দিক থেকে এসে যায়, মাথার দিকে আযাব আসলে তখন নামায বলে: এদিকে তোমার কোন পথ নেই, ডান দিক থেকে আসলে তখন যাকাত বলে: এদিকে তোমার কোন পথ নেই, বাম দিক থেকে আসলে রোযা বলে: আমি তোমাকে এদিক দিয়ে প্রবেশ করতে দিবো না, অতঃপর আযাব তার পায়ের দিকে চলে আসে তখন সদ্ব্যবহার, নেকী এবং মানুষের প্রতি সদাচরণ বলে: এদিকে তুমি কোন পথ পাবে না। (মুজামে আওসাত, ২য় খন্ড, ৯২ পৃষ্ঠা, হাদীস ২৬৩০)

 

ধৈর্য একপাশে দাঁড়িয়ে থাকে

        হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন; মানুষের কবরে আযাব আসে, অতএব যখন তা মাথার দিক থেকে আসে তখন কুরআন তিলাওয়াত তাকে তাড়িয়ে দেয় যখন তা হাতের দিক থেকে আসে, তখন দান সদকা তাকে বাধা দেয় এবং যখন পায়ের দিক থেকে আসে, তখন তার মসজিদের দিকে পথচলা আযাবকে দূরে সরিয়ে দেয় এবং ধৈর্য একপাশে দাঁড়িয়ে থাকে আর বলে: "আমি যদি কোনদিক থেকে আযাবকে আগাতে দেখি তখন আমি তার সামনে দাঁড়িয়ে যাই।

(মুজামু আওসাত, খন্ড, ৪৭০ পৃষ্ঠা, ৯৪৩৮ হাদীস)

 

       প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ৯টি কাজ: (১) আক্বীদা সঠিক রাখা (২) কবরের প্রশ্ন পুনরাবৃত্তি (৩) অধিকহারে তিলাওয়াত করা (৪) আল্লাহর পথে ব্যয় করা (৫) নিয়মিত নামায পড়া (৬) যাকাত দেয়া (৭) রোযা রাখা (৮) মানুষের সাথে সদ্ব্যবহার করা এবং (৯) ধৈর্যধারণ করা এছাড়াও আরো অনেক নেক আমল রয়েছে, যা কবরের আযাব থেকে বাঁচায় এবং কবর আলোকীত করার উপলক্ষ্য হয় আমাদেরকে কবরের জন্য প্রস্তুতি নিতে হবে, আজ এবং এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে, সুতরাং আমরা যদি কমপক্ষে উল্লিখিত ৯টি নেক আমল করি এবং এই ৪টি গুনাহ ত্যাগ করি তাহলে اِنْ شَآءَ الله জগতও আলোকিত হবে, কবরও আলোকিত হবে