Qabar Kaise Roshan Ho

Book Name:Qabar Kaise Roshan Ho

 

 

সাহাবারা শিশুদের কবরের প্রশ্ন শিখাতেন

        হযরত রাশিদ বিন সা'رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হতে বর্ণিত, প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নিজেদের দলিল শিখো! কেননা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই বাণীর এমন প্রভাব হলো যে, আনসারদের কেউ মৃত্যুশয্যায় শায়িত হলে তাকে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর শিখিয়ে দিতেন এবং শিশুরা যখন সজ্ঞান হতো তখন তাদেরও বলতেন যে, যখন তোমাকে জিজ্ঞেস করা হবে: তোমার প্রতিপালক কে? তখন তুমি বলবে, আমার প্রতিপালক আল্লাহ পাক যখন জিজ্ঞেস করা হবে: তোমার দ্বীন কি? তখন বলবে: আমার দ্বীন হলো ইসলাম এবং যখন প্রশ্ন করা হবে তোমার নবী কে? তখন বলবে: আমার নবী হলেন মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم(তাফসীরে দূররে মানসুর,পারা ১৩, সূরা ইব্রাহিম, আয়াত ২৭, ৫ম খন্ড, ৩৮ পৃষ্ঠা)

 

       প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদেরও উচিত মাঝে মাঝে কবরের প্রশ্নগুলো এবং এর উত্তর পুনরাবৃত্তি করা এবং আমাদের সন্তানদের এই প্রশ্ন ও উত্তরগুলো মুখস্ত করানো

 

আমাকে এই প্রশ্ন করছো, অথচ...!!

        হযরত হাওছারা বিন মুহাম্মদ মিনকারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি হযরত ইয়াজিদ বিন হারুন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে স্বপ্নে দেখলাম, তখন তিনি বলছিলেন: মুনকার নাকির আমার নিকট এসে আমাকে বসিয়ে জিজ্ঞাসা করলেন: তোমার প্রতিপালক কে? তোমার দ্বীন কি? আর তোমার নবী কে? আমি আমার সাদা দাড়ি থেকে ধুলো ঝেড়ে বললাম: আমাকে এই প্রশ্ন করা হচ্ছে, আমি ইয়াজিদ বিন হারুন এবং আমি দুনিয়াতে ৬০ বছর ধরে মানুষকে এই প্রশ্নের উত্তর শিখিয়েছি। একজন ফেরেশতা বললেন: ইনি সত্য কথা বলছেন। অতঃপর তারা বললেন: বধূর মতো ঘুমিয়ে যাও! আজকের পর তোমার আর কোন ভয় নেই।

(শরহে উসুল ইতিকাদ আহলে সুন্নাত, ৬ষ্ট অধ্যায়, ৩য় খন্ড, ৪৫৩ পৃষ্ঠা, নাম্বার ২১৪৭)

 

(৩) কুরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তুলুন

        কবরের অন্ধকার ও আতঙ্ক থেকে বাঁচার তৃতীয় নেক আমল: কুরআন তিলাওয়াত। اَلْحَمْدُ لِلّٰه পবিত্র কুরআন একটি অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী, যখন সমস্ত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, প্রিয় স্বজন, আপন ভাইবোন, এমনকি পিতামাতাও মানুষকে কবরের গর্তে একা রেখে ফিরে যায়, তখন পবিত্র কুরআন সেই আতঙ্ক ও একাকীত্বে সঙ্গ ছেড়ে যায় না, পবিত্র কুরআন কবরের আযাব থেকে রক্ষা করে এবং আল্লাহর নিকট সুপারিশ করে কবরকে আলোকিত করে।

 

       প্রিয় ইসলামী ভাইয়েরা! পবিত্র কুরআনে একটি সূরা এমন রয়েছে, যে ব্যক্তি এটি পাঠ করবে সে কবরের আযাব থেকে রক্ষা পাবে। সুতরাং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ বলেন, যখন বান্দা কবরে যায়, তার পায়ের দিক থেকে আযাব আসবে, তখন পা বলবে তোমার জন্য আমার দিকে কোন পথ খোলা নেই, কেননা এই ব্যাক্তি রাতে সূরা মূলক তিলাওয়াত