Qabar Kaise Roshan Ho

Book Name:Qabar Kaise Roshan Ho

কিরাম, আউলিয়ায়ে কিরাম এবং শতাব্দীর পর শতাব্দী ধরে আশিকে রাসূল ওলামাদের আক্বীদা ছিলো যদি আমরা সঠিক ইসলামী আক্বীদা গ্রহন করি এবং এর উপর চিরকাল অটল থাকি তবে اِنْ شَآءَ الله কবরের আযাব থেকে মুক্তি লাভ হবে।

 

কবর দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়

        হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মানুষ যখন মৃত ব্যক্তিকে কবরে রাখার পর ফিরে যায়, তখন মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পায়, অতঃপর যখন সে বসে যায়, তখন তাকে জিজ্ঞাসা করা হয়: তোমার প্রতিপালক কে? সে বলে: আল্লাহ পাক অতঃপর প্রশ্ন করা হয়: তোমার দ্বীন কি? সে বলে: ইসলাম। এরপর প্রশ্ন করা হয়: তোমার নবী কে? সে বলে: হযরত মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অতঃপর প্রশ্ন করা হয়: তুমি তাঁর ব্যাপারে কী জানতে? সে বলে: আমি তাঁকে চিনি এবং তিনি যে কিতাব নিয়ে এসেছেন তার উপর ঈমান এনেছি। অতঃপর তাঁর কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করা হয় এবং তার আত্মা মুমিনদের আত্মার সাথে মিলিয়ে দেয়া হয়

(শরহুস সুদুর, ৯১ পৃষ্ঠা)

 

                        سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনেছেন! কবরে ৩টি প্রশ্ন হবে এবং সেই ৩টি প্রশ্ন কী সম্পর্কে, আক্বীদা সম্পর্কে। আমরা যদি আমাদের আকিদা দৃঢ় রাখি, সাহাবায়ে কিরাম, আউলিয়া ও আলিমদের আকীদা পোষণ করি, তবে اِنْ شَآءَ الله! কবরের পরীক্ষায় সফলতা আসবে এবং কবর হবে জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান।

 

       প্রিয় ইসলামী ভাইয়েরা! কবর আলোকিতকারী এবং কবরের আযাব থেকে রক্ষাকারী দ্বিতীয় কাজটি হলো; কবরে যে প্রশ্নগুলো করা হবে তা মুখস্ত রাখা। এই দুনিয়ায় সেই প্রশ্নগুলোর উত্তর বারবার পুনরাবৃত্তি করা তা নিজের মুখে জারি রাখলে اِنْ شَآءَ الله দয়া হবে, কবরে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, তখন স্বতঃস্ফূর্তভাবে জিহবায় সেই উত্তরটি বেরিয়ে আসবে আমরা যারা দুনিয়ায় মুখস্থ করেছিলাম।

 

জিহবাকে এই বাক্যগুলোর অভ্যস্ত করুন!

        হযরত আব্দুল্লাহ ইবনে ওমর رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন; আল্লাহর সর্বশেষ নবী, রাসূল হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: হে লোক সকল! তোমাদের জিহবাকে এই শব্দগুলির অভ্যস্ত করো:   

لَاۤاِلٰهَ اِلَّااللهُ وَاَنَّ مُحَمَّدًارَّسُوْلُ اللهِ وَاللهَ رَبُّنَا وَالْاِسْلَامَ دِيْنُنَاوَمُحَمَّدًانَبِيُّنَا

        আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, এবং মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আল্লাহর রাসূল এবং আল্লাহ আমাদের প্রতিপালক আর ইসলাম আমাদের ধর্ম, হযরত মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের নবী কেননা কবরে এসব বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে।

(ফেরদাউসুল আকবার, ১ম খন্ড, ৬৯ পৃষ্ঠা, হাদীস  ৩৪৭)