Qabar Kaise Roshan Ho

Book Name:Qabar Kaise Roshan Ho

        আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, আমাদের আক্বীদা সব সময় দৃঢ় রাখার, খারাপ আক্বীদা ও খারাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করো। আহ! আজকের বরকতময় রাতের সদকায় আমরা যেনো কবরের আযাব থেকে মুক্তি লাভ করি, আমাদের জন্য মাগফিরাতের সুসংবাদ যেনো জারি হয়ে যায়

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

রমযানের রোযার ফযিলত

       হে আশিকানে রাসূল! اَلْحَمْدُ لِلّٰه আবারো রমযানের আগমন, নেক আমলের বসন্ত আগমনকারী! আসুন! অনুপ্রেরণার জন্য রমযানের রোযা ও ইতিকাফের কিছু ফযিলত শুনি: বিভিন্ন রেওয়ায়েত অনুযায়ী, রোযাদারের ঘুম ইবাদত * রোযাদারের দোয়া ও আমল কবুল হয় * রোযাদারদের জন্য ফেরেশতারা সূর্যাস্ত হওয়া পর্যন্ত ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকে  * রোযাদারের জন্য আসমানের দরজা খুলে দেয়া হয় * আল্লাহ পাক রোযাদারকে জান্নাতী ফল খাওয়াবেন * আল্লাহ রাব্বুল আলামিন রোযাদারকে জান্নাতী পবিত্র পানীয় পান করাবেন * রোযাদারের জন্য কিয়ামতের দিন স্বর্ণের দস্তরখানা বিছানো হবে * রোযাদারের রোযা তার পরবর্তী গুনাহের কাফফারা হয়ে যায় * রোযাদারের চেহারাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে করে দেন।

(ফয়যানে রমযান, ৮৪-৮৬ পৃষ্ঠা)

 

        যে নির্বোধ ব্যক্তি কোনো শরয়ী অপারগতা ছাড়াই রমযানের রোযা ত্যাগ করে সে একজন জঘন্য গুনাহগার এবং জাহান্নামের আযাবের হকদার রেওয়ায়েত অনুযায়ী, যে ব্যক্তি শরয়ী অপারগতা ছাড়া রমযান শরীফের একটি রোযা নষ্ট করবে, পরে সে সারা জীবন রোযা রাখুক তবুও সেই ছুটে যাওয়া রোযার ফযিলত লাভ হবে না। (ফয়যানে রমযান, ৮৮-৮৯ পৃষ্ঠা)

 

        আল্লাহ পাক তোমার প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সদকায় আমাদেরকে তাঁর কহর ও গযব থেকে রক্ষা করো, রমযানুল মুবারকের সমস্ত রোযা আনন্দচিত্তে, আগ্রহ সহকারে রাখার তাওফিক দান করো।

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

ইতিকাফের কতিপয় ফযিলত

       প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সারা বিশ্বের হাজারো স্থানে সম্মিলিত ইতিকাফ অনুষ্ঠিত হয়, ইতিকাফ গুনাহ থেকে বাঁচার এবং রমযান মাসকে নেক আমলে কাটানোর সর্বোত্তম পন্থা আল্লাহর সর্বশেষ নবী, মক্কী মাদানী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে আল্লাহ পাক তার ও জাহান্নামের মধ্যে ৩টি পরিখা প্রতিবন্ধক করে দিবেন, প্রতিটি পরিখার দূরত্ব পূর্ব ও পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি। (জামে' সগীর, ৫১৬ পৃষ্ঠা, হাদীস ৮৪৮০) * উম্মুল মু'মিনীন হযরত আয়েশা