Qabar Kaise Roshan Ho

Book Name:Qabar Kaise Roshan Ho

হচ্ছে কিন্তু আমরা কারো সাথে কথা বলতে পারছি না, আমাদের সম্পত্তি, আমাদের ধন, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের গাড়ি, আমাদের বাড়ি, আমাদের বাংলো, আমাদের ক্ষমতা, আমাদের পদ পদবী, আমাদের ডিগ্রী সবকিছু আপন আপন স্থানে পড়ে থাকবে, আমাদের শরীরের উপর পড়ে থাকা কাপড়গুলোও খুলে ফেলা হবে, সাদা কাফন পরানো হবে, তারপর আমাদের প্রিয়জন, গর্ববোধ কারীরা তাদের কাঁধে বহন করে সংকীর্ণ এবং অন্ধকার কবরে শুইয়ে তাদের হাতে মণ মণ মাটি ঢেলে বাড়ি ফিরে যাবে, আমরা তাদের পায়ের শব্দ শুনতে পাবো কিন্তু তাদের ডাকতে পারবো না, আহ! এই যন্ত্রণা, এমন যন্ত্রণা যা আগে কখনো পাইনি, এই একাকীত্ব, এমন একাকীত্ব যা আমরা কখনো অবলম্বন করিনি, এই নিঃসঙ্গতা, এমন নিঃসঙ্গতা যা আমরা কখনো দেখিনি, অতঃপর এই যন্ত্রণা যথেষ্ট নয়.....!! এখনো এই যন্ত্রণার উপর যন্ত্রণা আসতেই থাকবে, নতুন ঘরে এখনো কিছুক্ষণ অবস্থানও করিনি, এখনো এই একাকীত্বে অভ্যস্ত হইনি, রূহ কবয হওয়ার ব্যাথা এখনো উপশম হয়নি, হঠাৎ কবরের দেয়ালগুলো কেঁপে উঠবে, শীঘ্রই কবরের দেয়াল ছিঁড়ে ২ জন ফেরেশতা কবরে পৌঁছে যাবে এবং কর্কশ স্বরে প্রশ্ন করতে শুরু করবে, আহ! আমরা যদি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারি, আহ! আহ! আহ! আমরা যদি কবরের পরীক্ষায় সফল না হই, তবে আমাদের কবরে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে, শাস্তি আরোপ করা হবে, আহ!আমাদের কি হবে? আমরা কোথায় যাবো? কার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করবো?

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মৃত্যু হঠাৎ চলে আসবে

        হযরত আব্দুল্লাহ ইবনে ওমর رَضِیَ اللهُ عَنْہُمَا এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বললেন: হে ভাই! তুমি কি জানো মৃত্যু তোমার সামনে রয়েছে, তা হঠাৎ চলে আসবে, কারো জানা নেই তা তোমার নিকট সকাল বেলা আসবে নাকি সন্ধ্যা বেলা, রাতে আসবে নাকি দিনে, তারপর তুমি মুখোমুখি হবে ভয়ঙ্কর কবর এবং মুনকার নাকীরের। অতঃপর কিয়ামতের সেই দিন যেখানে ভ্রান্ত বিশ্বাসীরা ক্ষতিগ্রস্ত হবে।

(শুয়াবুল ঈমান, ৪র্থ খন্ড, ২১৪ পৃষ্ঠা, নাম্বার ৪৮৩৪)

 

কবর জান্নাতের বাগান নাকি দোযখের গর্ত

        হযরত আবু সাঈদ খুদরি رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে অধিকহারে স্মরণ করো, কারণ কবর প্রতিদিন চিৎকার করে বলে: আমি অচেনা ঘর, আমি একাকীত্বের ঘর, আমি মাটির ঘর আর আমি পোকামাকড়ের ঘর। যখন কোন মুমিনকে কবরে দাফন করা হয়, তখন কবর তাকে বলে: স্বাগতম! যারা আমার পিঠের উপর দিয়ে হেঁটেছিলো তাদের মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ছিলে, এখন তুমি আমার কাছে এসেছো, এখন তুমি আমার সদাচরণ দেখো, অতঃপর কবর তার জন্য দৃষ্টির সীমা পর্যন্ত প্রসস্থ হয়ে যাবে এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে, পক্ষান্তরে যখন কোন গুনাহগার বান্দা বা কাফেরকে দাফন করা হয়, তখন কবর বলে: “তোমাকে কোনো স্বাগত জানানো হবে না।“ যারা আমার পিঠের উপর দিয়ে হেঁটেছিলো তাদের