Qabar Kaise Roshan Ho

Book Name:Qabar Kaise Roshan Ho

মধ্যে তুমি আমার নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিলে আর এখন তুমি আমার ভেতর প্রবেশ করেছো সুতরাং এখন তোমার সাথে আমার আচরণ দেখো, অতঃপর কবর তার জন্য তা সংকীর্ণ করে দেয় এবং তার পাঁজর একে অপরের মাঝে অনুপ্রবেশ করে। বর্ণনাকারী বলেন: আল্লাহর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একথাটি তাঁর বরকতময় আঙ্গুলগুলি একটি অপরটির মাঝে প্রবেশ করিয়ে ইঙ্গিত করলেন এবং তারপর ইরশাদ করলেন: আল্লাহ পাক তার উপর ৭০,০০০ অজগর সাপ নিযুক্ত করবেন, যদি তাদের একটিও পৃথিবীতে শ্বাস নিক্ষেপ করে তাহলে পৃথিবী থাকাকালীন কখনো কিছু উৎপাদন হবে না? সেই অজগরগুলো কিয়ামত পর্যন্ত এই মৃত ব্যক্তিকে দংশন করতে থাকবে। বর্ণনাকারী বলেন: রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اِنَّمَا الْقَبْرُ رَوْضَةٌ مِّنْ رِيَاضِ الْجَنَّةِ اَوْحُفْرَةٌ مِّنْ حُفَرِ النَّار অর্থাৎ কবর হলো জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান বা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত।

(তিরমিযী, ৫৮৪ পৃষ্ঠা, হাদীস ২৪৬০)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মৃত ব্যক্তিকে কবরের ধমক

        হযরত আবু হাজ্জাজ সুমালী رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, প্রিয় নবী, মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মৃত ব্যক্তিকে কবরে রাখা হলে কবর তাকে বলে: তোমার ধ্বংস হোক, তুমি কি জানতে না যে, আমি ফিতনার ঘর, আমি অন্ধকারের ঘর, আমি একাকীত্বের ঘর এবং পোকামাকড়ের ঘর? হে মানব! কোন জিনিসটি তোমাকে আমার থেকে উদাসীন করে রেখেছিলো যে, তুমি আমার উপর দাম্ভিকতার সহিত হাঁটতে। (মুসনাদে আবি ইয়া'লা, ৫ম খন্ড, ২৩৩ পৃষ্ঠা, হাদীস ৬৮৬৪)

 

বলো! তুমি আমার জন্য কি প্রস্তুতি নিয়েছো

        হযরত আব্দুল্লাহ ইবনে উবায়েদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি জানতে পেরেছি যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন সে বসে থাকে এবং জানাযার সাথে আগত লোকদের পায়ের শব্দ শুনতে পায়, সর্বপ্রথম তার কবর তাকে বলে: হে আদম সন্তান! তোমার ধ্বংস হোক, তোমাকে কি আমার ব্যাপারে ভীতি প্রদর্শন করা হয়নি? আমার সংকীর্ণতা, দুর্গন্ধ, আতংক এবং পোকামাকড়ের ব্যাপারে ভীতি প্রদর্শন করা হয়নি? আমি আজকের জন্য এই প্রস্তুতি নিয়েছি, এখন তুমি বলো, তুমি আমার জন্য কি প্রস্তুতি নিয়েছো? (যুহদ লিইবনে মুবারক, ৪৬৬ পৃষ্ঠা, হাদীস ১৬০)

 

মৃত্যুর জন্য প্রস্তুতি নিন!

        হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন; নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: তোমাদের কবরের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও, কেননা কবর দৈনিক ৭ বার আহবান করে: হে দুর্বল মানুষ! আমার সাথে দেখা করার পূর্বেই তোমার জীবনের প্রতি সদয় হও, তুমি কি তখন নিজের প্রতি সদয় হবে যখন আমার মধ্যে পৌঁছে পঁচে গলে যাবে? (কানযুল উম্মাল, কিতাবুল মউত, ১৫তম অধ্যায়, ৮ম খন্ড, ২৩৫ পৃষ্ঠা, হাদীস ৪২১৩৭)