Qabar Kaise Roshan Ho

Book Name:Qabar Kaise Roshan Ho

এবং আল্লাহ চাইলে কিয়ামতের পরীক্ষায়ও সফলতা আসবে। আল্লাহ পাক আমাদেরকে কবর ও আখিরাতের প্রস্তুতি নেয়ার তৌফিক দান করো। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

৪টি কাজ বর্জন করুন!

        ফকীহ আবুল লাইস সমরকান্দি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যে ব্যক্তি কবরের একাকীত্ব ও আতঙ্ক থেকে বাঁচতে চায়, তাকে চারটি কাজ থেকে বিরত থাকতে হবে। যে ব্যক্তি এটি করবে সে আল্লাহর রহমতে কবরের নির্জনতা ও আতঙ্ক থেকে রক্ষা পাবে। সে চারটি কাজ হলো: (১) মিথ্যা বলা (২) বিশ্বাসঘাতকতা (৩) চুগলি করা (৪) প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকা।

(তাম্বিহুল গাফেলীন, ১৯ পৃষ্ঠা)

       প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ৪টি গুনাহ, আমরা যদি কবরের আযাব থেকে মুক্তি চাই, কবরে আলোর প্রত্যাশী হই তবে আমাদের এই চারটি গুনাহও ত্যাগ করতে হবে:

 

কবরে নিরাপত্তার জন্য মিথ্যা থেকে বেঁচে থাকুন!

        প্রথম গুনাহ: মিথ্যা রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায় আর গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ। নিঃসন্দেহে বান্দা মিথ্যা বলতে থাকে, এমনকি আল্লাহর নিকট কাযযাব (মহা মিথ্যাবাদী) লিখে দেয়া হয় (বুখারী, কিতাবুল আদব, ১৫১৫ পৃষ্ঠা, হাদীস ৬০৯৪)

 

        মিথ্যার সংজ্ঞা, এর উদাহরণ ও আযাব জানতে শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা মিথ্যুক চোর পাঠ করে নিন

 

কবরের নিরাপত্তার জন্য বিশ্বাসঘাতকতা থেকে বেঁচে থাকুন!

        কবরে ক্ষতিসাধনকারী দ্বিতীয় গুনাহ: বিশ্বাসঘাতকতা অর্থাৎ কারো গচ্ছিত আমানতের অবৈধ পরিবর্তন করা বা আমানত ফেরত না দেয়া হযরত মুজাহিদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: প্রতারণা ও বিশ্বাসঘাতকতা আগুনের অন্তর্ভুক্ত, প্রতারণা ও বিশ্বাসঘাতকতা মুসলমানদের চরিত্র নয়

 

কবরের নিরাপত্তার জন্য চুগলি থেকে বেঁচে থাকুন!

        কবরের আযাবের কারণ হওয়ার তৃতীয় গুনাহ হলো চুগলি করা। ফ্যাসাদের উদ্দেশ্যে একজনের কথা অন্যের নিকট পৌছে দেয়াকে চুগলি বলে। (শরহে মুসলিম লিন নববী, ১ম খন্ড, ১২ পৃষ্ঠা) আল্লাহর সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: চুগলখোরকে (কিয়ামতের দিন) আল্লাহ পাক কুকুরের আকৃতি উঠাবেন।

(আল জামে' ফিল হাদীস, বাবুল আযলা, ৫৩৪ পৃষ্ঠা, হাদীস ৪২৮)

 

কবরের নিরাপত্তার জন্য পবিত্র থাকুন

        কবরে ক্ষতিকর চতুর্থ খারাপ অভ্যাস: প্রস্রাবের ছিটা থেকে বেঁচে না থাকা। রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: অধিকাংশ কবরের আযাব প্রস্রাবের (ছিটা থেকে বেঁচে না থাকার) কারণে হয়

(ইবনে মাজাহ, কিতাবুত তাহারাত, ৬৯ পৃষ্ঠা, হাদীস  ৩৪৮)