Qabar Kaise Roshan Ho

Book Name:Qabar Kaise Roshan Ho

قُتِلَ  الْاِنْسَانُ مَاۤ  اَکْفَرَہٗ (۱۷)
مِنْ  اَیِّ  شَیْءٍ  خَلَقَہٗ (۱۸)  مِنْ  نُّطْفَۃٍ ؕ خَلَقَہٗ  فَقَدَّرَہٗ (۱۹) ثُمَّ السَّبِیْلَ  یَسَّرَہٗ (۲۰)  ثُمَّ  اَمَاتَہٗ  فَاَقْبَرَہٗ (۲۱)  ثُمَّ  اِذَا شَآءَ  اَنْشَرَہٗ (۲۲)   کَلَّا  لَمَّا یَقْضِ مَاۤ  اَمَرَہٗ (۲۳)

(পারা ৩০, আবাসা, আয়াত ১৭-২৩)                  কানযুল ঈমান থেকে অনুবাদ: মানুষ নিহত হোক! সে কেমন অকৃতজ্ঞ! তাকে কি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন? পানি-বিন্দু (বীর্য) থেকে তাকে সৃষ্টি করেছেন। তারপর তাকে বিভিন্ন অঙ্গ-সৌষ্ঠবের মধ্যে রেখেছেন, অতঃপর তার জন্য পথ সোজা করে দিয়েছেন; অতঃপর তাকে মৃত্যু প্রদান করেছেন, তারপর কবরে রাখিয়েছেন; অতঃপর যখন ইচ্ছা করবেন, তখন তাকে বের করবেন। কিছুই নয়, যে এখনো পর্যন্ত তা পূর্ণ করেনি, যা তার প্রতি হুকুম হয়েছিলো।

 

        প্রিয় ইসলামী ভাইয়েরা! পবিত্র কুরআনের এই ৭টি ছোট আয়াতে আমাদের জীবন ধারা, আমাদের অবস্থা এবং আমাদের জীবনের বাস্তবতা কত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আজ আমাদের বাহুতে শক্তি আছে, আমরা সুস্থ, সবল, বিবেকবান, আমাদের ক্ষমতা আছে, পদ আছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ মালিক, কেউ ধনবান, কেউ পুলিশ, কেউ সৈনিক মোটকথা; আমরা অনেক কিছু, কিন্তু আমাদের সকলের উৎপত্তি কি? এক ফোঁটা পানি মহান আল্লাহ আমাদের জন্য মাটির মেঝে স্থাপন করেছেন, আসমানের ছাদ তৈরি করেছেন, এই পৃথিবীতে আসার পূর্বে আমাদের জন্য কোটি কোটি নেয়ামত তৈরি করেছেন, তারপর এক ফোঁটা পানি থেকে জীবিত মানুষ তৈরি করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এটাই আমাদের বাস্তবতা, এটাই আমাদের উৎপত্তি। এখন কি আমরা এখানে চিরকাল থাকবো? না। মহান আল্লাহ ইরশাদ করেন:

 

ثُمَّ  اَمَاتَہٗ  فَاَقْبَرَہٗ (۲۱)

(পারা ৩০, আবাসা, আয়াত ২১)                 কানযুল ঈমান থেকে অনুবাদ: অতঃপর তাকে মৃত্যু প্রদান করেছেন, তারপর কবরে রাখিয়েছেন

 

        অতিশীঘ্রই মৃত্যুর ফেরেশতা عَلَیْہِ السَّلَام আগমন করবে, দেহ থেকে রূহ বের করা হবে এবং আমাদের প্রিয়জনরা আমাদের অন্ধকার কবরে রেখে ফিরে আসবে।

 

        অতঃপর!! গল্প কি এখানেই শেষ? না...!!

 

ثُمَّ  اِذَا شَآءَ  اَنْشَرَہٗ (۲۲)

(পারা ৩০, আবাসা, আয়াত ২২)                 কানযুল ঈমান থেকে অনুবাদ: অতঃপর যখন ইচ্ছা করবেন, তখন তাকে বের করবেন।

 

        সেই সময় আসবে, কবর খোলা হবে, মৃতদের পুনঃজীবিত করা হবে, তারা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে, আমলের হিসাব নিকাশ হবে।

 

       প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাই বাস্তবতা, মৃত্যু আমাদের মাথার উপর, কবরের ভয়ানক গর্ত এবং কিয়ামতের ভয়ঙ্কর ক্ষেত্র আমাদের সামনে অপেক্ষমান। হযরত মালাকুল মওত عَلَیْہِ