Ya ALLAH! Mein Hazir Hon

Book Name:Ya ALLAH! Mein Hazir Hon

বান্দাদেরকে আহ্বান করে বলেন: اِبْنَ آدَمَ! مَا اَ نْصَفْتَنِيْ হে আদম সন্তান! তুমি আমার সাথে ন্যায় বিচার করোনি, اَذْکُرُکَ وَ تَنْسَانِیْ আমি তোমাকে স্মরণ করি, তুমি আমাকে ভুলে  যাও, وَ اَدْعُوْکَ اِلَیَّ وَ تَذْہَبُ  اِلٰی غَیْرِیْ আমি তোমাকে নিজের দিকে আহ্বান করি, তুমি অন্যদের দিকে যাও,  وَا َذْہَبُ عَنْکَ الْبَلَایَا  وَ اَنْتَ  مُعْتَکِفٌ  عَلَی الْخَطَایَا আমি তোমার থেকে বিপদ দূর করি আর তুমি গুনাহে লিপ্ত   থাকো, হে আদম সন্তান! مَا اِعْتِذَارُکَ غَداً  اِذَا جِئْتَنِیْ (যখন তোমার এই অবস্থা যে, আমি তোমার থেকে বিপদ দূর করি, তুমি গুনাহে লিপ্ত থাকো, আমি তোমাকে স্মরন করি তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে  আহ্বান করি, তুমি অন্যদের দিকে যাও,) তবে কাল কিয়ামতের দিন যখন আমার দরবারে আসবে তখন  তোমাদের  নিকট কি অজুহাত থাকবে(শরহে হাদীসে لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک, ২৭ পৃষ্ঠা)

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা কিরূপ শিক্ষণীয় আহবানহায়! আমরা যেনো তা অনুধাবন করি এবং কার্যতভাবে আপন প্রতিপালকের দরবারে উপস্থিত হয়ে যাই, আমাদের আক্বা ও মাওলা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যেই দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটি পাঠ করার মানসিকতা বানাই, প্রতিদিনকার অভ্যাস বানিয়ে নিই, সকালে যখন উঠি তখন আগ্রহ সহকারে এই দোয়া পাঠ করে নিই: لَبَّيْكَ اَللّٰهُمَّ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির। সৌভাগ্য তোমারই পক্ষ থেকে, আমি তোমার নিকট সৌভাগ্য প্রার্থনা করছি, সকল কল্যাণ তোমার কুদরতের হাতেই নিহিতমুখে এই দোয়া পাঠ করুন এবং পাশাপাশি এর উপর আমলেরও নিয়্যত করুন, কার্যতভাবে আমরা এটা প্রকাশ করি যে, হে আল্লাহ! আমি হাজির, তুমি যেই নির্দেশ ইরশাদ করেছো, আমি তা অবনত মস্তকে স্বীকার করছিআল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করুন

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নেক আমল নাম্বার ৪৩ এর উৎসাহ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের প্রিয় ধর্ম আমাদেরকে অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার পাশাপাশি বাহ্যিক পরিচ্ছন্নতারও শিক্ষা দিয়ে থাকে, অতএব আমাদেরও উচিৎ যে, পরিচ্ছন্নতার দিকে বিশেষ খেয়াল রাখা এবং নিজের পোষাক, শরীর, পাগড়ী, চাদর, জুতা, ঘর, গলি মহল্লা এবং বাজার ইত্যাদির পরিচ্ছন্নতার ব্যবস্থা করা, বিশেষকরে মসজিদের সম্মানের নিয়্যতে আসার পূর্বে গোসল বা ভালভাবে অযু করে, উত্তম সুগন্ধি লাগিয়ে, পরিস্কার পরিচ্ছন্ন পোষাক পরিধান করে আসলে তবে اِنْ شَآءَ الله ইবাদতে বিনয় ও একাগ্রতা অর্জিত হবেনিজের দ্বীনি এবং চারিত্রিক প্রশিক্ষণের জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং যেলী হালকার ১২টি দ্বীনি কাজে অগ্রগামী হয়ে অংশগ্রহণ করুনশায়খে তরীকত, আমীরে