Ya ALLAH! Mein Hazir Hon

Book Name:Ya ALLAH! Mein Hazir Hon

তার মুখ থেকে, তার সম্পূর্ণ শরীর থেকে, তার এক একটি কর্ম থেকে, তার এক একটি চিন্তা থেকে, এক একটি ধারণা থেকে এই আওয়াজ সৃষ্টি হোক: لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک  (আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির) আমাদের আক্বা ও মাওলা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মুবারক পদ্ধতি ছিলো, রাতে যখন নামায পড়তেন (অর্থাৎ রাতে নফল আদায় করতেন) তখন নামায শুরু করার পূর্বে বলতেন لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک (আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির) এবং কিছু বর্ণনা অনুযায়ী প্রত্যেক নামাযের পূর্বে তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পাঠ করতেন: لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک (আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির)

(শরহে হাদীসে لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک, ২৫ পৃষ্ঠা)

 

প্রতিদিন সকালে لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک বলো...!

          হযরত যায়িদ বিন সাবিত رَضِیَ اللهُ عَنْہُ রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে একবার দোয়া শিখালেন এবং এই নির্দেশ দিলেন যে, নিজেও এবং নিজের পরিবার পরিজনকেও নিয়মিত প্রতিদিন এই দোয়া পড়াবে, সেই দোয়াটি কি? ইরশাদ করলেন: قُلْ حِينَ تُصْبِحُ অর্থাৎ হে যায়িদ! সকাল বেলা এরূপ বলো! لَبَّيْكَ اَللّٰهُمَّ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির, তোমার নিকট সৌভাগ্য প্রার্থনা করছি, সকল কল্যাণ তোমারই কুদরতী হাতে রয়েছে(মুসনাদে আহমদ, ৯/২৬, হাদীস ২২২৯০)

          দেখুন! প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রতিদিন لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک পাঠ করার উৎসাহ প্রদান করেছেন।

          জানা গেলো; لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک পাঠ করা শুধু হজ্জ ও ওমরার সাথে নির্দিষ্ট নয়, বরং মানুষের উচিৎ যে, প্রতিদিন আল্লাহর ভালবাসায় নিবেদিত হয়ে আপন রহমান ও রহীম প্রতিপালকের দরবারে আরয করা: لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির।

 

 

لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک এর অর্থ

          হযরত আল্লামা ইবনে রজব হাম্বলি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের আলোকে বলেন: এই যে বাক্য: لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک  এতে لَبَّیْک শব্দটি দুইবার এসেছে এবং আরবী নিয়ম হলো যে, যখন কোন শব্দকে বারবার আনা হয়, অর্থাৎ একটি শব্দকে পুনরাবৃত্তি করা হয়, তবে এতে পুনরাবৃত্তির অর্থ সৃষ্টি হয়ে যায়, উদ্দেশ্য হলো যে, যখন বান্দা বলে: لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک  তবে এর অর্থ শুধু এটা নয় যে, হে আল্লাহ! আমি একবার হাজির হয়েছি বা শুধু আজ হাজির হয়েছি বরং এর অর্থ হলো: