Ya ALLAH! Mein Hazir Hon

Book Name:Ya ALLAH! Mein Hazir Hon

আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদেরকে যেই ৭২টি নেক আমল প্রদান করেছেন, তার মধ্যে একটি ৪৩ নাম্বার নেক আমল হলো: আপনি কি পরিষ্কার পরিছন্নতায় অভ্যস্ত থেকে পরিপাটি থেকেছেন? (পরিষ্কার পরিছন্নতা: অর্থাৎ শরীর ও পোষাক, ঘর ও যেখানে কাজ করেন সেই জায়গা এবং সেখানকার আসবাবপত্র পরিষ্কার রাখা ইত্যাদিপরিপাটি: অর্থাৎ সময়ানুবর্তিতা, ঘর ও নিজের বা অন্য কারো গাড়িতে বসার সময় বিনা কারণে জোরে দরজা বন্ধ না করা, নিজের ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বা কারো কাছ থেকে যে জিনিস অনুমতি হওয়া অবস্থায় নিয়েছিলো অতঃপর সেই জায়গায় রেখে দেয়া ইত্যাদি।)  

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মাদানী কাফেলা বিভাগ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! যতই সময় অতিবাহিত হচ্ছে মুসলমানের আমলের অবস্থা অধঃপতিত হচ্ছে, নামাযের উৎসাহ কমে যাচ্ছে, গুনাহের অনিষ্টতা ছড়িয়ে যাচ্ছে এবং এই গুনাহের ক্ষতিকর প্রভাব ঘর পর্যন্ত পৌঁছে গিয়ে আমাদের প্রজন্মের ধ্বংসের কারণ হচ্ছে। এমন করুণ পরিস্থিতিতে জরুরী ছিলো যে, মাহবুবের উম্মতের প্রতি সহানুভুতিশীল লোকেরা গ্রামে গ্রামে, শহরে শহরে এবং দেশে দেশে সফর করে মানুষদের সংশোধন করবে, এই উদ্দেশ্যেই দাওয়াতে ইসলামীর অধিনে একটি বিভাগ মাদানী কাফেলানামে প্রতিষ্ঠা করা হয়েছে। اَلْحَمْدُ لِلّٰه মাদানী কাফেলা বিভাগ সারা পৃথিবীতে নেকীর দাওয়াত প্রসার করার জন্য একটি সিস্টেম বানিয়েছে, যার মাধ্যমে হাজারো ইসলামী ভাই মাদানী কাফেলার মুসাফির হচ্ছে, যার বদৌলতে অমুসলিমদের ইসলামের নেয়ামত অর্জিত হচ্ছে, গুনাহগারদের সংশোধন হচ্ছে, মসজিদ পরিপূর্ণ হচ্ছে এবং সমাজে নেককার হওয়া ও বানানোর উপায়ের উপর আমল শুরু হয়ে যাচ্ছে।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

আংটি পরিধানের সুন্নাত ও আদব

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা ১৬৩ মাদানী ফুলথেকে আংটির কয়েকটি সুন্নাত আদব শ্রবন করি। * পুরুষের জন্য স্বর্ণের আংটি পরিধান করা হারাম। আল্লাহ পাকের রহমত হয়ে আগত নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বর্ণের আংটি পরিধান করা থেকে নিষেধ করেছেন(বুখারী, ৪/৬৭, হাদীস ৫৮৬৩) * (অপ্রাপ্তবয়ষ্ক) ছেলেকে স্বর্ণ-রৌপ্যের অলংকার পড়ানো হারাম এবং যে ব্যক্তি পড়াবে সে গুনাহগার হবে। (বাহারে শরীয়ত, ৩/৪২৮। দুররে মুখতার ও রদ্দুল মুহতার, ৯/৫৯৮) * লোহার আংটি জাহান্নামীদেরই অলংকার(তিরমিযী, ৩/৩০৫, হাদীস ১৭৯২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد