Ya ALLAH! Mein Hazir Hon

Book Name:Ya ALLAH! Mein Hazir Hon

আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: এটা নয়, আমার সুঁইটিই চাইতখন একটি মাছ তার মুখে করে হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সুঁইটি নিয়ে উপস্থিত হলো, তিনি তার থেকে নিজের সুঁইটি নিলেন এবং সেই লোকটিকে বললেন: হে ব্যক্তি! আমি বাদশাহি ছেড়ে এটাই পেয়েছি(তাযকিরাতুল আউলিয়া, ইব্রাহিম বিন আদহাম, ৮২ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

আল্লাহর রহমত রিমঝিম বর্ষিত হয়

          হে আশিকানে রাসূল! এটা বাস্তব, যখন বান্দা সত্যিকারার্থে কার্যতভাবে এটা বলে দেয়: لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک অতঃপর সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহ পাকের হয়ে যায়, যখন বান্দা স্বীকার করে নেয় আমি হাজির হে আল্লাহ! আমি হাজির, শুধুমাত্র এই কাজেই ব্যস্ত থাকে যা আল্লাহ পাকের সন্তুষ্টিমুলক হয়, যেই কাজ আল্লাহ পাক নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে, জান্নাতের পথে চলে, জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ থেকে বিরত থাকে তবে দয়ালু আল্লাহ পাক তাকে অধিকহারে দান করেন, বুখারী শরীফে একটি হাদীসে কুদসী রয়েছে: আল্লাহ পাক ইরশাদ করেন:
اِنْ تَقَرَّبَ اِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ اِلَيْهِ ذِرَاعًا অর্থাৎ যদি বান্দা আমার দিকে এক বিঘত অগ্রসর হয় তবে আমি তার দিকে এক গজ অগ্রসর হই, وَاِنْ تَقَرَّبَ اِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ اِلَيْهِ بَاعًا আর এক বান্দা যদি আমার দিকে এক গজ অগ্রসর হয় তবে আমি তার দিকে এক মাইল অগ্রসর হই, وَاِنْ اَتَانِي يَمْشِي اَتَيْتُهُ هَرْوَلَة আর যদি বান্দা আমার দিকে হেঁটে আসে তবে আমি তার দিকে দৌঁড়ে আসি।

(বুখারী, কিতাবুত তাওহীদ, ১৭৮৭ পৃষ্ঠা, হাদীস ৭৪০৫)

          উদ্দেশ্য হলো যে, যখন বান্দা আল্লাহ পাকের সন্তুষ্টিমুলক কাজের দিকে সামান্য পদক্ষেপ গ্রহণ করে আল্লাহ পাকের রহমত অধিক পরিমানে অগ্রসর হয় * যখন বান্দা বিঘত পরিমাণ আল্লাহ পাকের সন্তুষ্টিমুলক কাজের দিকে অগ্রসর হয় তখন আল্লাহ পাকের রহমত এক গজ পরিমাণ তার দিকে অগ্রসর হয় * যখন বান্দা আল্লাহ পাকের সন্তুষ্টিমুলক কাজে এক গজ পরিমাণ অগ্রসর হয় তবে আল্লাহ পাকের রহমত এক মাইল পরিমাণ (অর্থাৎ তার চেয়েও বেশিগুণ তার দিকে অগ্রসর হয়) * যখন বান্দা ধীরে ধীরে আল্লাহ পাকের সন্তুষ্টিমুলক কাজের দিকে অগ্রসর হয় তখন তাঁর রহমত যেনো দৌঁড়ে সেই বান্দার দিকে এগিয়ে আসে। একটু অনুমান করুন যে, এটা কিরূপ সৌভাগ্যের বিষয়...! আমরা আল্লাহ পাকের সন্তুষ্টিমুলক কাজের দিকে অগ্রসর তো হই, অতঃপর দেখুন! আল্লাহ পাকের রহমত আমাদের উপর কিভাবে বর্ষিত হয়।

 

আল্লাহ পাক! তাঁর বান্দাদের ইরশাদ করেন

          হযরত আল্লামা ইবনে রজব হাম্বলি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একটি রেওয়ায়াত উদ্ধৃত করেন যে, আল্লাহ পাক প্রতিদিন তাঁর বান্দাদেরকে আহ্বান করেন, এটা হলো শিক্ষণীয় আহ্বান, তা অন্তরের কান দিয়ে শুনুন এবং নিজের অন্তরে গেঁথে নিন যে, আল্লাহ পাক প্রতিদিন তাঁর