Ya ALLAH! Mein Hazir Hon

Book Name:Ya ALLAH! Mein Hazir Hon

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک পড়তেই বেহুঁশ হয়ে গেলেন

          হযরত আলী আওসাত অর্থাৎ ইমাম যায়নুল আবেদীন رَضِیَ اللهُ عَنْہُ শাহজাদায়ে মুস্তফা, শহীদে কারবালা, ইমামে আলী মকাম, হযরত ইমাম হোসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর শাহজাদা। অনেক মুত্তাকী পরহেযগার, তাকওয়াবান এবং খোদাভীতি সম্পন্ন মনীষী ছিলেন।

          (খোদাভীতি দুই ধরনের: (১) ঐ খোদাভীতি, যা আমাদের মতো গুনাহগারদের হয়ে থাকে, অর্থাৎ আল্লাহ পাকের আযাবের ভয়, আল্লাহ পাকের পাকড়াওয়ের ভয় যে, যেন গুনাহের কারণে আমরা পাকড়াও না হয়ে যাই (২) পক্ষান্তরে আউলিয়ায়ে কিরাম, আল্লাহ পাকের নেককার বান্দাদের যেই ভয় হয়, তা হলো আল্লাহ পাকের গোপন পরিকল্পনার ভয়, আল্লাহ পাকের নৈকট্য থেকে দূর হওয়ার ভয় যে, আল্লাহ পাকের নৈকট্যের যেই নেয়ামত আমাদের নসিব হয়েছে, আল্লাহ না করুন এই নেয়ামত যেনো আমাদের কাছ থেকে ফিরিয়ে নেয়া না হয়।)

          হযরত ইমাম যায়নুল আবেদীন رَضِیَ اللهُ عَنْہُ এর খোদাভীতি দ্বিতীয় ধরনের ছিলো, একবার তিনি হজ্জের জন্য ইহরাম পরিধান করলেন, তখন ইহরাম পরিধান করতেই তাঁর চেহারা হলদে বর্ণের হয়ে গেলো, খোদাভীতির আধিক্যের কারণে তালবিয়া (لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک) পাঠ করতে পারছিলেন নালোকেরা আরয করলো: জনাব! আপনি তালবিয়া (অর্থাৎ لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک) কেনো পড়ছেন না? বললেন: আমার ভয় হচ্ছে যে, যখন আমি لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک পড়বো তখন (যেনো) لَا لَبَّيْك বলে দেয়া না হয়, অর্থাৎ আল্লাহ পাকের দরবার থেকে এই উত্তর না এসে যায় যে, তোমার হাজির হওয়া কবুল হয়নি লোকেরা আরয করলো: জনাব! ইহরাম পরিধান করে তালবিয়া (অর্থাৎ لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک) পাঠ করা জরুরী। এবার ইমাম যায়নুল আবেদীন رَضِیَ اللهُ عَنْہُ শরয়ী হুকুমের উপর আমল করার জন্য পড়তে শুরু করলেন: لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک ...

          এতটুকু পড়তেই খোদাভীতি প্রাধান্য বিস্তার করলো এবং তিনি رَضِیَ اللهُ عَنْہُ বেহুঁশ হয়ে মাটিতে পড়ে গেলেনহজ্জের পুরো সময় তাঁর উপর এই অবস্থাই বিরাজ করছিলো, মীনায়, আরাফাতে, সাফা মারওয়ায় যখনই তিনি لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک পাঠ করতেন, তখন তিনি বেহুঁশ হয়ে যেতেন

(তারিখুল ইসলাম, ৩/১৮২)

 

          ইমাম যায়নুল আবেদীন رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি আল্লাহর কোটি কোটি রহমত অবতীর্ণ হোক এবং তাঁর সদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد