Ya ALLAH! Mein Hazir Hon

Book Name:Ya ALLAH! Mein Hazir Hon

اُدْخُلُوْا فِی السِّلْمِ  کَآفَّۃً  ۪

(পারা ২, সূরা বাকারা, আয়াত ২০৮)                      কানযুল ঈমান থেকে অনুবাদ: ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো।

 

          বান্দা কি বলবে? لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির।

          আল্লাহ পাক ইরশাদ করেন:

اَنْفِقُوْا مِمَّا رَزَقْنٰکُمْ

(পারা ৩, সূরা বাকারা, আয়াত ২৫৪)                      কানযুল ঈমান থেকে অনুবাদ: আল্লাহর পথে আমার প্রদত্ত (সম্পদ) থেকে ব্যয় করো।

 

          বান্দা কি বলবে? لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির।

          আল্লাহ পাক ইরশাদ করেন:

اِتَّقُوا اللّٰہَ حَقَّ تُقٰتِہٖ

(পারা ৪, সূরা আলে ইমরান, আয়াত ১০২)             কানযুল ঈমান থেকে অনুবাদ: আল্লাহকে ভয় করো যেমনিভাবে তাঁকে ভয় করা অপরিহার্য।

 

          বান্দা কি বলবে? لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির।

          আল্লাহ পাক ইরশাদ করেন:

لَا تَاْکُلُوا الرِّبٰۤوا

(পারা ৪, সূরা আলে ইমরান, আয়াত ১৩০)             কানযুল ঈমান থেকে অনুবাদ: সুদ খেয়ো না।

 

          বান্দা কি বলবে? لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির।

          আল্লাহ পাক ইরশাদ করেন:

لَا تَکُوْنُوْا کَالَّذِیْنَ کَفَرُوْا

(পারা ৪, সূরা আলে ইমরান, আয়াত ১৫৬)         কানযুল ঈমান থেকে অনুবাদ: ঐ কাফিরদের মতো হয়োনা।

 

          বান্দা কি বলবে? لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আামি হাজির, হে আল্লাহ! আমি হাজির।

          আল্লাহ পাক ইরশাদ করেন:

لَا تَاْکُلُوْۤا اَمْوَالَکُمْ بَیْنَکُمْ بِالْبَاطِلِ

(পারা ৫, সূরা নিসা, আয়াত ২৯)                   কানযুল ঈমান থেকে অনুবাদ: পরস্পরের মধ্যে একে অপরের সম্পদ অণ্যায়ভাবে গ্রাস করোনা।

 

          অর্থাৎ ঘুষ খেয়োনা, সুদ খেয়োনা, অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করোনা, বান্দা কি বলবে? لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির।