Ya ALLAH! Mein Hazir Hon

Book Name:Ya ALLAH! Mein Hazir Hon

এমন হয়ে যাবে যে, যেমন তার মা তাকে জন্ম দিয়েছিলো। (জামে’ সগীর, ৫১৫ পৃষ্ঠা, হাদীস ৮৪৬১) (৩) রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: ৩টি আওয়াজ এমন, যা নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে গর্ব করেন: (১) আযানের আওয়াজ (২) আল্লাহর পথে তাকবীর (অর্থাৎ اللهُ اَکْبَر) বলার আওয়াজ এবং (৩) তালবিয়া পাঠ করার উচ্চ আওয়াজ। (জামে’ সগীর, ২১১ পৃষ্ঠা, হাদীস ৩৪৯২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

হাশরের ময়দানে لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک এর ধুমধাম

          হযরত ওয়াহব বিন মুনাব্বিহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: তাওরাত শরীফে (যা একটি আসমানি কিতাব, হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর প্রতি অবতীর্ণ হয়েছে, এই কিতাবে) লেখা রয়েছে: আল্লাহ পাক কিয়ামতের দিন তাঁর ৭ লক্ষ নৈকট্যশীল ফেরেশতাকে স্বর্ণের শিকল দান করবেন এবং আদেশ দিবেন যে, এই শিকল দ্বারা কাবা শরীফকে হাশরের ময়দানে নিয়ে এসো! ফেরেশতারা যাবে, এই স্বর্ণের শিকল দ্বারা কাবা শরীফকে বাঁধবে, অতঃপর একজন ফেরেশতা আহ্বান করে বলবে: হে কাবা! চলো...!! কাবা শরীফ বলবে: আমি যাবো না, যতক্ষণ আমার প্রার্থনা পূরণ করা হবে না। আসমান থেকে একজন ফেরেশতা আহ্বান করে বলবে: হে কাবা! প্রার্থনা  করো তোমার প্রার্থনা পূরণ করা হবেএবার কাবা শরীফ আল্লাহ পাকের দরবারে আরয করবে: হে আল্লাহ পাক! আমার আশেপাশে দাফন হওয়া মুমিনের হকে আমার শাফায়াত কবুল করো। আওয়াজ আসবে: আমি তোমার আবেদন কবুল করে নিলাম (অর্থাৎ তোমার আশেপাশে যে সকল মুমিন সমাহিত রয়েছে, তাদের সবার  হকে আমি তোমার শাফায়াত কবুল করে নিলাম।) অতএব যে সকল মুসলমানের মক্কায়ে মুকাররমায় দাফন হওয়ার সৌভাগ্য অর্জিত হয়েছে, তাদের জড়ো করা হবে, তাদের চেহারা সাদা উজ্জল হবে, তারা সবাই ইহরাম অবস্থায় কাবার চারপাশে জড়ো হয়ে যাবে এবং তাদের সকলের মুখে একটিই কলেমা হবে: لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک (আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির)

          এবার ফেরেশতারা কাবা শরীফকে বলবে: হে কাবা! এবার চলো...! এখন তো তোমার প্রার্থনা পূরণ হয়েছেকাবা শরীফ বলবে: আমি যাবো না, যতক্ষণ পর্যন্ত আমার আবেদন কবুল করা হবে নাআসমান থেকে এক ফেরেশতা আহ্বান করে বলবে: হে কাবা! তুমি চাও, তোমাকে দেয়া হবে। কাবা শরীফ বলবে: হে আল্লাহ! তোমার যেসব গুনাহগার বান্দারা দূর দুরান্ত থেকে ধুলোমলিন অবস্থায় আমার কাছে এসেছে, তারা তাদের পরিবার-পরিজন ও সন্তান-সন্ততিদের ছেড়ে এসেছে এবং তারা তোমার আদেশ পালনে আমার যিয়ারতের আগ্রহে এসেছে, হে দয়ালু আল্লাহ! আমি তোমার নিকট ফরিয়াদ করছি যে, এই সকল হাজীদের হকেও আমার সুপারিশ কবুল করো, তাদেরকে কিয়ামতের আতঙ্ক থেকে নিরাপত্তা দান করো আর তাদেরকে আমার নিকট জড়ো করে দাও। আল্লাহ পাক ইরশাদ করবেন: হে কাবা! আমি তাদের পক্ষেও তোমার সুপারিশ কবুল করে নিলাম। এবার ফেরেশতা ঘোষণা করবে: যারা কাবার যিয়ারত করেছিলে, তারা অন্যদের থেকে আলাদা হয়ে  যাও। একথা শুনে হাশরবাসীদের মধ্যে যারা