Ya ALLAH! Mein Hazir Hon

Book Name:Ya ALLAH! Mein Hazir Hon

করার জন্য জন্মাওনি, যেই কাজের জন্য জন্মেছো, আমি তোমাকে সেই কাজে লাগাতে এসেছি) হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরয করলেন: ঠিক আছে, আপনি যেই পথে বলবেন আমি সেই পথেই চলবো কিন্তু আমার কিছু দুনিয়াবী কাজ আছে, আমি শাহজাদা, ব্যস্ততা রয়েছে, অনেক কাজ রয়েছে, আমি সেই কাজগুলো সেরে আসি, হযরত খিযর عَلَیْہِ السَّلَام বললেন: না, যেই কাজ আমি তোমাকে বলছি, এর চেয়ে দ্রুততম কাজ আর নেই, অবশিষ্ট সবকাজ এরপর করো।

          যতক্ষণে তুমি দুনিয়ার কাজ শেষ করবে, ততক্ষণে অনেক দেরী হয়ে যাবে, অতএব এখনই এখান থেকেই চলো, সুতরাং হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত খিযর عَلَیْہِ السَّلَام এর সাথে যেতে লাগলেন, জঙ্গলের দিকে চলে গেলেন, পথে একজন রাখালের সাথে সাক্ষাত হলো, তিনি যে শাহী পোষাক পরে ছিলেন, তা খুলে রাখালকে দিয়ে দিলেন এবং তার পোষাক যা ফাটা পুরোনো ছিলো তা নিজে পরিধান করে জঙ্গলের দিকে চলে গেলেন। (সাবয়ে সানাবিল, ২২১-২২২ পৃষ্ঠা)

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাই সময় ছিলো যখন হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কার্যতভাবে لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک বলেছিলেন, অর্থাৎ যেই কাজের জন্য মানুষ দুনিয়ায় এসেছে, প্রতিপালকের ইবাদত করা, নেকী অর্জন করা, আখিরাতের চিন্তা করা, আখিরাতের জন্য নেকীর ভান্ডার জমা করা, হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এতে ব্যস্ত হয়ে গেলেন, এবার দেখুন...! হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কার্যতভাবে আপন প্রতিপালকের দরবারে স্বীকার করলেন: لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک তিনি এটি মুখে বলেননি, বরং নিজের আমল দ্বারা এই বিষয়টি প্রকাশ করেছেন, ফলে কি পেয়েছিলেন?

 

মাছেরা সোনার সুঁই নিয়ে উপস্থিত হলো

          হযরত শায়খ ফরিদুদ্দীন আত্তার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একদিন হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দাজলা নদীর  পাড়ে বসে তাঁর পোষাকে তালি দিচ্ছিলেন। এক ব্যক্তি পাশ দিয়ে গেলো, সে হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে আগে থেকেই চিনতো, সে জানতো যে, ইনি পূর্বে শাহজাদা ছিলেন, অতঃপর তিনি বাদশাহি ছেড়ে দিলেন এবং আল্লাহর পথে বের হয়ে গেলেন, সেই লোকটি হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে দাজলা নদীর পাড়ে বসে নিজের পোষাকে তালি লাগাতে দেখে বললো: হে ইব্রাহিম! বাদশাহি ছেড়ে তুমি কি পেয়েছো? একটি পোষাক আর তাও ফাটা পুরোনো এবং তাও নিজের হাতে তালি লাগাচ্ছো, আগে শাহী পোষাক থাকতো, আশেপাশে অসংখ্য খাদিম থাকতো, তা ছেড়ে দিয়ে কি পেয়েছো? হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যখন একথা শুনলেন তখন নিজে সুঁই নদীতে ফেলে দিলেন অতঃপর বললেন: হে মাছেরা! আমার সুঁইটি ফিরিয়ে দাও, একথা শুনার সাথে সাথেই মাছেরা নিজেদের মুখে করে সোনার সুঁই নিয়ে পানির উপরিভাগে এসে গেলো, হযরত ইব্রাহিম বিন