Book Name:Ya ALLAH! Mein Hazir Hon
হে আল্লাহ পাক! যখনই তোমার হুকুম হয়েছে, তখনই হাজির হয়েছি, সর্বদা হাজির আছি, কোন সময়ই আমি তোমার আদেশ থেকে পেছনে সরবো না। (শরহে হাদীসে لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک, ২৩ পৃষ্ঠা)
আল্লামা ইবনে রজব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরো বলেন: প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শিক্ষা অনুযায়ী যখন বান্দা প্রতিদিন সকাল বেলা এটা বলবে: لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک (আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির) তখন এর অর্থ হবে: হে আল্লাহ পাক! আমি সকাল এই অবস্থায় করেছি যে, আমি তোমার দাওয়াত কবুলকারী, তুমি যেই বিষয়ের নির্দেশ দিয়েছো আমি তার উপর আমলকারী, তুমি যেই বিষয়ে আমাকে নিষেধ করেছো আমি তা থেকে বিরত থেকেছি, আমি তোমার আনুগত্যে অটল রয়েছি, তোমার নির্দেশের দিকে দ্রুতকারী। ব্যস যখন বান্দা নিজের মুখে এরূপ বলবে, তখন তার উপর আবশ্যক যে, নিজের আমলে সেই অনুযায়ী চলা, যাতে তার মুখ এবং তার আচরণ একই হয়ে যায়।
(শরহে হাদীসে لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک, ২৬ পৃষ্ঠা)
আল্লাহ পাকের আহকাম এবং মুমিন বান্দার প্রতিক্রিয়া
হে আশিকানে রাসূল! এবার ভাবুন..! রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে, প্রতিদিন বান্দা তার প্রতিপালকের দরবারে আগ্রহ সহকারে স্বীকার করবে: لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک (আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির), আমরা ভাবি! আল্লাহ পাক আমাদেরকে কোন কোন বিষয়ের নির্দেশ দিয়েছেন? আল্লাহ পাক ইরশাদ করেন:
اَقِیْمُوا الصَّلٰوۃَ
(পারা ১, সূরা বাকারা, আয়াত ৪৩) কানযুল ঈমান থেকে অনুবাদ: নামায কায়েম রাখো।
এবার আমরা কি বলবো? لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির।
আল্লাহ পাক ইরশাদ করেন:
اٰتُوا الزَّکٰوۃَ
(পারা ১, সূরা বাকারা, আয়াত ৪৩) কানযুল ঈমান থেকে অনুবাদ: যাকাত দাও
এবার আমরা কি বলবো? لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির।
আল্লাহ পাক ইরশাদ করেন:
کُتِبَ عَلَیْکُمُ الصِّیَامُ
(পারা ২, সূরা বাকারা, আয়াত ১৮৩) কানযুল ঈমান থেকে অনুবাদ: তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে।
এবার আমরা কি বলবো? لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির।
আল্লাহ পাক ইরশাদ করেন: