Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

Book Name:Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

          আল্লাহ পাক আমাদেরকে অন্যকে কষ্ট দেয়া, অপরের হক নষ্ট করা, অপরজনের সম্মান সম্পদ আত্মসাৎ করা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুকহে আশিকানে রাসূল! ইসলামে মুসলমানদের কেমন সম্মান, মুসলমান ভাইয়ের কেমন সম্মান, এটা জানতে চান তো শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত মাওলানা ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা ইহতিরামে মুসলিম মাকতাবাতুল মদীনার কিতাব তাকলিফ না দিযিয়ে পাঠ করুন!  اِنْ شَآءَ الله অনেক ইলমে দ্বীন অর্জন হবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নেক আমল নাম্বার ৪৪ র প্রতি উৎসাহ প্রদান

          প্রিয় ইসলামী ভাইয়েরা! নেকীর দাওয়াত ছড়িয়ে দিতে, চরিত্রবান আদর্শবান, নেককার প্রকৃত মুসলমান হওয়ার জন্য আশিকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদেরকে৭২ নেক আমলপ্রশ্নত্তোর আকারে দান করেছেন যেগুলোর উপর আমল করে আমরা নিজেদের দ্বীনি চারিত্রিক সংশোধন খুব সহজে করতে পারি, যেমন সেই নেক আমলের মধ্য হতে একটি নেক আমল নাম্বার ৪৪ তা হলো আপনি কি আজকে কোন মুসলমানের দোষত্রু টি প্রকাশ পাওয়ার ক্ষেত্রে (শরয়ী কারণ ব্যতীত) তার দোষ অন্য কারো নিকট প্রকাশ তো করেননি? অন্যের দোষ ত্রুটি তালাশ করা এই আমলটি মানুষের মধ্যে খুব ব্যাপক যে যখন কারো কোন দোষ ত্রু টি সম্পর্কে জানতে পারে তো যতক্ষণ পর্যন্ত সারা দুনিয়াকে বলে না দিবে শান্তি পায় নাএই নেক আমলের উপর আমল করে আমরা মানুষের দোষ ত্রু টি প্রকাশ করার মতো গুনাহ থেকে বাঁচতে পারবোআর যদি আমরা এই দুনিয়াতে কারো দোষ ত্রু টি গোপন করি তো কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের দোষ ত্রু টি গোপন রাখবেন

 

হজ্ব ও ওমরা বিভাগ

          ! اَلْحَمْدُ لِلّٰه আমরা অনেক সৌভাগ্যবান যে আল্লাহ পাক আমাদেরকে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশ দান করেছেন, আল্লাহ পাকের দয়া অনুগ্রহে দাওয়াতে ইসলামী দ্বীন প্রচারের ৮০টির চেয়েও অধিক বিভাগের মাধ্যমে নেকীর দাওয়াতের সাড়া জাগিয়ে দেয়ার কাজে নিয়োজিত রয়েছে, এই বিভাগসমূহের মধ্য হতে একটি বিভাগ হলোহজ্ব ওমরা বিভাগযেটা হজ্ব ওমরার জন্য রওনাকারী ইসলামী ভাই ইসলামী বোনদেরকে প্রশিক্ষণ দিতে, তাদেরকে আল্লাহ পাকের দরবারে রাসূলে পাকের দরবারে আদব সহকারে এবং প্রয়োজনীয় মাসআলা শেখানোর জন্য গঠন করা হয়েছেএই বিভাগের সাথে সম্পৃক্ত প্রশিক্ষণপ্রাপ্ত মুবাল্লিগ ইসলামী ভাই প্রতিবছর হজ্বের মৌসুমে হাজ্বী ক্যাম্পের মধ্যে প্রশিক্ষণ দেয় যেখানে মুবাল্লিগা ইসলামী বোনেরা মহিলা হাজ্বীদের প্রশিক্ষণ দিয়ে থাকেনاَلْحَمْدُ لِلّٰه এই বিভাগের অধিনে হজ্ব যিয়ারতে মদীনার জন্য মক্কা মদীনা শরীফে  আগমনকারীদের আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ লিখিত কিতাবাদিরফিকুল হারামাইনরফিকুল মুতামিরিনউপহার স্বরূ পেশ