Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

Book Name:Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

করে থাকেন যাতে আল্লাহর ঘরের মেহমান হাবীবে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আশিকগণ এই ইবাদতকে সুন্দরভাবে আদায় করতে সফল হয়

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

সফর করার সুন্নাত ও আদব

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর রিসালাআবু জাহেল কি মউত২১ পৃষ্ঠা থেকে সফর করার সুন্নাত আদব শ্রবণ করার সৌভাগ্য করি* যখন সফর করবেন তো উত্তম হলো এটা যে, সোমবার, বৃহস্পতিবার বা শনিবারে করা(ফাতাওয়ায়ে রযবীয়্যা, ২৩/৪০০ ) * রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরতজুবাইর বিন মুতয়িম رَضِیَ اللهُ عَنْہُ কে সফরে তাঁর সকল সাথীদের চেয়ে বেশি আনন্দময় থাকার জন্য রওনা করার পূর্বে এই অযিফাগুলো পাঠ করার শিক্ষা দিয়েছেন: () সূরা কাফিরুন () সূরা নাসর () সূরা ইখলাস
(
) সূরা ফালাক () সূরা নাসপ্রতিটি সূরা একবার করে আর প্রত্যেকটার শুরুতে بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ এবং সবশেষে একবার করে بِسْمِ اللهِ সম্পূর্ণ পাঠ করে নিন, (এইভাবে সূরা হবে পাঁচটি আর بِسْمِ اللهِ শরীফ হবে ছয়বার) হযরত জুবাইর বিন মুতয়িম رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি তো এমনিতে সম্পদশালী ছিলাম কিন্তু যখন সফর করতাম তো (সকল সাথীদের চেয়ে) ভালো অবস্থায় থাকতাম, যখন থেকে এই সূরাগুলো সফরের পূর্বে সর্বদা পাঠ করা আরম্ভ করলাম সেগুলোর বরকতে ফিরে আসা পর্যন্ত ভালো অবস্থায় সম্পদশালী থাকতাম

(আবু ইয়ালা, /২৬৫ পৃ:, হাদী: ৭৩৮২)

 

ঘোষণা

          সফর করার অবশিষ্ট সুন্নাত আদব তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে সুতরাং সেগুলো জানার জন্য তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد