Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

Book Name:Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

          মদীনায়ে পাক থেকে একটু দূরে যুল হুলায়ফা নামক একটি স্থান আছে, এটি হলো মদীনা বাসীদের মিকাত (অর্থাৎ হজ্ব ওমরা করার ইচ্ছাপোষণকারীরা এখান থেকে ইহরাম বেঁধে থাকে)খানে পৌঁছে কাফেলা থেমে যাওয়ার নির্দেশ হয়েছে, যেহেতু সফর শুরু হয়ে গিয়েছিলো, সুতরাং আসরের নামায কসর আদায় করে (অর্থাৎ দুই রাকাত) পড়া হয়েছে, এই রাতে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেখানে অতিবাহিত করেন, পরের দিন যোহরের পূর্বে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাজা গোসল করে ইহরাম বাঁধলেন, যোহরের নামায খানেই আদায় করলেন এবং নিজের মুবারক উটনী কসওয়ার উপর আরোহন করলেন বর্ণনা অনুযায়ী রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইহরাম বাঁধার পর দুই রাকাত নামায আদায় করেন, এরপর তালবিয়া (لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک) পাঠ করলেন, এরপর আবার যখন উটনীর উপর আরোহন করলেন তো পূনরায় তালবিয়া পাঠ করলেন, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কাছেই বায়দা নামক পাহাড়ে তাশরিফ নেন আর উচ্চ আওয়াজে পড়লেন:

لَبَّیْك اَللّٰہُمَّ لَبَّیْك، لَبَّیْكَ لَاشَرِیْكَ لَكَ لَبَّیْك،

 اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَۃَ لَكَ وَالْمُلْكُ لَا شَرِیْكَ لَك

          হাজারো সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ যখন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তালবিয়া পাঠের আওয়াজ শুনলেন তো তাঁরাও উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করলেন, এইভাবে পুরো উপত্যকা لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک ধ্বনিতে মুখরিত হলো

          এখন ঐসব হাজীদের সৌভাগ্যময় কাফেলা তাদের কাফেলা সর্দার, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নির্দেশনায় মধ্যম গতিতে এগিয়ে যাচ্ছে, কোথায় থামতো, আর কোথাও নামায পড়তো এইভাবে মক্কায়ে মুকাররমার দিকে রওনা হয়ে গেলো, অনেক সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ যারা মদীনায়ে মুনাওয়ারায় উপস্থিত হতে পারেনি, তাঁরা রাস্তায় যুক্ত হয়েছে, শেষ পর্যন্ত যিলহজ্ব, সোমবার মক্কায়ে মুকাররমার পাশ্ববর্তী উপত্যকা যি-তুওয়া তে গিয়ে পৌঁছলেন, সেই রাতটি খানেই কাটালেন, পরেরদিন ফজরের নামায সেখানেই আদায় করলেন, অতঃপর রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পবিত্র ক্কার সম্মানার্থে গোসল করলেন এবং
ثَنِیَّۃُ الْعُلْیا অর্থাৎ হাজুন নামক কবরস্থানের দিক দিয়ে মক্কায়ে মুকাররমায় প্রবেশ করলেনপ্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কাবা শরীফকে দেখে এই দোয়া পাঠ করলেন:

اَللّٰهُمَّ زِدْ هٰذَا الْبَیْتَ تَشْرِیْفًا وَّ تَعْظِیْمًا وَّ مَہَابَۃً وَّ بَرًّا

          (অনুবাদ: হে আল্লাহ পাক! এই ঘরের সম্মান, মর্যাদা, প্রভাব কল্যাণ বৃদ্ধি করো)

          অতঃপর রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রথমে ওমরা আদায় করলেন, এরপর হজ্বের দিনসমূহে হজ্ব আদায় করলেন

(শরহুয যুরক্বানী, আল মকসদুত তাসী১১/৩২৭ - ৩৭৮)