Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

Book Name:Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

তাবাররুকের প্রতি উৎসাহ প্রদান

          প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চুল মুবারক বন্টন (Distribute) করলেন, এটা থেকে প্রতীয়মান হলো; আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বয়ং এই বিষয়টি পছন্দ করতেন যে,  উম্মত তাঁদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মুবারক স্মৃতি যত্ন করে রাখুক, তা থেকে বরকত অর্জন করুক, এজন্য সাহাবায়ে কেরামদের عَلَیْہِمُ الرِّضْوَان মাঝে বরকত স্বরূ স্মৃতি হিসেবে নিজের চুল মুবারক বন্টন করেছেন

          ! اَلْحَمْدُ لِلّٰه সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان মুস্তফার তাবাররুকে খুবই সম্মান করেছেন, সেগুলোকে হেফাযত করে আদব সহকারে খুবই যত্ন সহকারে (Safe & Secure) রেখেছেন, সেগুলো থেকে   বরকত অর্জন করতে রইলেন, অতঃপর তাঁদের থেকে সেই চুল মুবারক পরবর্তীদের নিকট স্থানান্তর (Transfer) হয়েছে আর সেই চুল মুবারক এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম স্থানান্তর হতে রইলো আর ! اَلْحَمْدُ لِلّٰه আজও অনেক আশিকানে রাসূলের নিকট সংরক্ষিত রয়েছে

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

বিদায় হজ্ব থেকে একটি উপদেশ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! বিদায় হজ্বের সময় প্রিয় নবী, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ৩টি বিদায়ী খুতবাও দিয়েছেনএকটি ভাষণ আরাফার ময়দানে আরেকটি মিনা শরীফে দিয়েছেনএসব খুতবায় তিনি ইসলামী শিক্ষার সারাংশ বর্ণনা করেছেন এবং সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان মাধ্যমে সমস্ত উম্মতদের উপদেশ দিয়েছেনখুবই ঈমান উদ্দীপক ভাষণআসুন! এসব খুতবার মধ্য হতে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শুধুমাত্র একটি উপদেশ শ্রবণ করি:

 

মুসলমানদের সম্মান করুন...!

          বিদায় হজ্বের সময় ছিলো, আল্লাহ পাকের শেষ নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মিনা শরীফে খুতবা প্রদান করলেন, সেই খুতবায় তিনজন সাহাবায়ে কেরামদেরকে رَضِیَ اللهُ عَنْہُمْ সম্বোধন করে বললেন: اَیُّ شَہْرٍ ہٰذَا؟ এটি কোন মাস? (এটা একদম স্পষ্ট বিষয় ছিলো, হজ্বের দিন হজ্ব যিলহজ্ব মাসেই আদায় করা হয়ে থাকে কিন্তু সাহাবায়ে কেরামদের عَلَیْہِمُ الرِّضْوَان ধারণা হলো হয়তো রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই মাসের নাম পরিবর্তন করবে, সুতরাং আরয করলো: اَللهُ وَرَسُوْلُہٗ اَعْلَم র্থাৎ আল্লাহ তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ভালো জানেন

 

          প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: ذُوالْحِجَّۃِ؟  এটা কি যিলহজ্ব মাস নয়? সাহাবায়ে কেরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: কেনো নয় (অর্থাৎ জ্বি হ্যাঁ! যিলহজ্বের