Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

Book Name:Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

          আল্লাহ পাক আমাদেরকে নুভূতির দৌলত সী করুক, হায়! এসব অনুগ্রহ সমূহকে স্মরণ রেখে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সত্যিকার আশিক, সত্যিকার অনুসারী হয়ে যেতে পারতাম

اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

হাজীদের জন্য ক্ষমার সুসংবাদ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা যেই হাদী শরীফ শ্রবণ করেছি, এটাতে হজ্বের যীলতের বর্ণনা রয়েছে যে, আমাদের প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হাজীদের জন্য ক্ষমার দোয়া করেছেন এবং তাঁর এই দোয়া কবুল করা হয়েছে! اَلْحَمْدُ لِلّٰه হজ্বের মৌসুম অব্যাহত রয়েছে, কতো সৌভাগ্যবান সেসব লোক যারা বর্তমানে মক্কা শরীফে অবস্থান করছেন, যারা হজ্ব করার সৌভাগ্য অর্জন করেছে, হায়! আগামী বছর আমাদেরও যদি হজ্বের সৌভাগ্য সী হয়ে যেতো, আমরাও যদি মক্কায়ে মুকাররমায় যেতে পারতাম, কাবা শরীফের তাওয়াফ করতাম, আরাফা মুযদালিফায় অবস্থান করা সী হয়ে যেতো, পবিত্র মিনাকুরবানি করার সামর্থ্য নসীব হয়ে যেতো, হায়! যদি প্রতি বছর মদীনা শরীফে হাজেরী দেয়া সীব হতো

 

নবীদের স্মরণ করার দিবস সমূহ

          হে আশিকানে রাসূল! اَلْحَمْدُ لِلّٰه এখন যেই দিন সমূহ অতিবাহিত হচ্ছে, এগুলো অনেক বরকত সম্পন্ন দিন, এসব দিনে অবশিষ্ট বরকতসমূহ আপন স্থানে শ্রেষ্ঠ, এসব দিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে, এগুলো নবী-রাসূলদের স্মরণের দিন দিনগুলো আমাদেরকে
* আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام এর স্মরণ করিয়ে দেয়  * হযরত সমা عَلَیْہِ السَّلَام এর স্মরণ করিয়ে দেয় * তাঁদের প্রিয় আম্মাজান হযরত হাজেরা رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর স্মরণ করিয়ে দেয় * এসব পবিত্র সত্তাগণ কিভাবে আল্লাহ পাকের আনুগত্য করেছেন * আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কেমন কেমন কুরবানী দিয়েছেন * কতো বিপদের সম্মুখীন হয়েছেন কিন্তু আল্লাহ পাকের আনুগত্য, তাঁর আনুগত্যতা থেকে বিন্দু পরিমাণও উদাসীনতা করেননি, এই মুবারক দিন সমূহ আমাদের এসব কুরবানীর কথা স্মরণ করিয়ে দেয়এর সাথে সাথে এই মুবারক দিন সমূহের আরও একটি চমৎকার, ঈমান উদ্দীপক ইশকে ভরা  স্মরণীয় বিষয় রয়েছে আর তা হলো * (অর্থাৎ আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জীবদ্দশায় শেষ হজ্ব মুবারকে তিনি তাঁর উম্মতদেরকে সম্মিলিতভাবে শেষ উপদেশ দান করেছেন এবং বিদায় জানালেন)

 

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জীবনে কয়বার হজ্ব করেছেন?

          ওলামায়ে কেরামগণ বলেন: হিজরতের পূর্বে যখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মক্কায়ে মুকাররমায় ছিলেন, তখন প্রতিবছর হজ্ব করেছিলেন(শরহুয যুরক্বানী, আল মাকসাদুত তাসি’, ১১/৩২৮)