Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

Book Name:Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

মুচকি হাসতে দেখলেন তো আরয করলেন: باَبِیْ اَنْتَ وَ اُمِّی اِنَّ ہٰذِہٖ لَسَاعَۃٌ مَاکُنْتَ تَضْحَکُ فِیْہَا অর্থাৎ (ইয়া রাসূলাল্লাহ!
 صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) আমাদের পিতামাতা আপনার প্রতি কুরবান! এটা সেই মুহূর্ত যেটাতে আপনি সাধারণত হাসেন না فَمَا الَّذِیْ اَضْحَکَکَ، اَضْحَکَ اللہُ سِنَّکَ আল্লাহ পাক আপনাকে সব সময় হাসি খুশি রাখুক, আজকে কি হলো যে আপনি স্বভাবের পরিপন্থি (Out of Routine) মুচকি হাসলেন?  

 

          রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলে: (আমি আমার উম্মতের ক্ষমার দোয়া করেছিলাম, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন আর সমস্ত উম্মতকে ক্ষমা করে দিয়েছে) যখন শয়তান জানতে পারলো যে, আল্লাহ পাক আমার সমস্ত উম্মতকে ক্ষমা করে দিয়েছে তো সে তার মাথায় মাটি তুলে নিলো আর ওয়াইল ছুবুর চাইলো (অর্থাৎ হায় ধ্বংস! হায় ধ্বংস! বলে) পালিয়ে গেলো, আমি শয়তানের এই হতাশা দেখে মুচকি হাসছি(ইবনে মাজাহ, কিতাবুল মানাসিক, বাবুদ দোয়া বিআ’রাফা, ৪৮৯ পৃ:, হাদী: ৩০১৩)

 

হাদীসে পাকের সংক্ষিপ্ত ব্যাখ্যা

          প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের ব্যাখ্যায় বলেন: মোটকথা এটা যে এখানে উম্মত দ্বারা উদ্দেশ্য কিয়ামত পর্যন্ত আগমনকারী হাজ্বী, এক্ষেত্রে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দোয়ার অর্থ হবে: হে আল্লাহ পাক! কিয়ামত পর্যন্ত আমার যেসব উম্মতরা আসবে, তাদের সকলকে ক্ষমা করে দাও, তাদের কোন গুনাহ যেনো অবশিষ্ট না থাকে, আল্লাহ পাক নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই দোয়াটি কবুল করলেন আর হাজ্বীদের জন্য ক্ষমার সুসংবাদ দিলেন

          স্মরণ রাখবেন! হাজ্বীদের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাওয়া কবুলকৃত হজ্বের প্রতিদান আর মকবুল হজ্বই হলো সেটা যা নামায ইত্যাদি আদায় করে পালন করা হয়ে থাকে, সুতরাং হাদীসে পাকের অর্থ এটা নয় যে, সারা বছর নামায বর্জন করতে থাকবে, দ্যপায়ী, ব্যভিচারী হয়ে থাকবে, অতঃপর হজ্ব করে আসবে তো সব মাফ হয়ে গেলো বরং প্রথমে ঐসব অপরাধ সমূহ থেকে তো সঠিক ভাবে তাওবা করো, অতঃপর ভবিষ্যতে সেগুলোর কাছেও যাবে না! * হজ্বের বরকতে অতীতের পাপসমূহ (Mistakes) মাফ হয়ে যাবে(মিরআতুল মানাজীহ/ ১৪৫-১৪৬)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          হায়! আমরা যদি আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই অনুগ্রহ গুলোর স্মরণকারী হয়ে যেতাম, তিনি আক্বা হওয়া ত্ত্বে রাতে অশ্রু প্রবাহিত করতে থাকেন আর হায়! আমরা..!! গোলাম হয়েও উদাসীনতার নিদ্রায় শুয়ে থাকি, আফসোস! * নিয়মিত নামা আদায় করি না * ফরয ওয়াজিব সমূহের ক্ষেত্রে অলসতা করি * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অবাধ্যতা করি আর আমাদের নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم...!! তিনি আমাদের জন্য অশ্রু প্রবাহিত করেন