Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

Book Name:Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

          !اَلْحَمْدُ لِلّٰه এটা থেকে বুঝা গেলো, আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام আপন আপন মাযারের মধ্যে জীবিত রয়েছেন, যেখানে চান সফর করেন অর্থাৎ আসা যাওয়া করেন এবং এটাও প্রতীয়মান হলো যে আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামদের عَلَیْهِمُ السَّلَام কে ইলমে গা দান করেছেন, তাঁরা আপন আপন মাযারের মধ্যে, অন্য দুনিয়া অর্থাৎ আলমে বরযখে তাশরিফ নিতে থাকেন এবং তাঁদের খানেই জানানো হয় যে, এখন দুনিয়াতে কোথায় কি হচ্ছে দেখুন! মেরাজের দুলহা, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যখন মেরাজের জন্য তাশরিফ নিলেন, আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام তাঁর পেছনে ইকতিদা করে নামাযের জন্য আগে থেকেই মসজিদে আকসায় চলে গেলেন আর যখন রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হজ্বের জন্য তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, আম্বিয়ায়ে কেরামদের عَلَیْهِمُ السَّلَام সেই ব্যাপারে জানা হয়ে গেলো, তাঁদের এটাও জানা হয়ে গেলো যে নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জাহেরী হায়াতে এটি শেষ হজ্ব, সুতরাং নবী রীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাথে হজ্ব পালন করার সৌভাগ্য অর্জন করার জন্যও তাশরিফ নিয়ে আসলেন

 

আম্বিয়ায়ে কেরামগণ عَلَیْهِمُ السَّلَام জীবিত

          ইবনে মাজাহ শরীফের হাদী, সাহাবায়ে কেরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনার জাহেরী ওফাতের পর রূদে পাক আপনি পর্যন্ত কিভাবে পৌঁছাবে? ইরশাদ করেলেন: اِنَّ اللہَ حَرَّمَ عَلَی الْاَرْضِ اَنْ تَاْکُلَ اَجْسَادَ الْاَنْبِیَاءِ আল্লাহ পাক আম্বিয়াদের عَلَیْهِمُ السَّلَام শরীরকে যমিনের জন্য গ্রাস করা হারাম করে দিয়েছেন(ইবনে মাজাহ, কিতাবুল জানায়িয, বাবু যিকরি ওয়াফাতিহি, ২৬৩ পৃষ্ঠা, হাদী: ১৬৩৬) আরও একটি প্রসিদ্ধ হাদীসে পাক, এটাকে অসংখ্য মুহাদ্দিসগণ রেওয়ায়েত করেছেন যে, আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করে: اَلْاَنْبِیَآءُ اَحْیَآءٌ فِیْ قُبُوْرِہِمْ یُصَلُّوْنَ অর্থাৎ আম্বিয়ায়ে কেরামগণ عَلَیْهِمُ السَّلَام জীবিত, আপন আপন মাযারের মধ্যে নামায আদায় করছেন(মুসনদে বাযযার১৩/ ২৯৯, হাদী: ৬৮৮৮)

 

মাতা-পিতাকে জীবিত করে কালিমা পাঠ করিয়েছেন

          প্রিয় ইসলামী ভাইয়েরা! বিদায় হজ্বের সময় খুবই ঈমান উদ্দীপক একটি ঘটনা সামনে এসেছে, অনেক মুহাদ্দিস, ওলামা আউলিয়ায়ে কেরাম رَحِمَہُمُ اللهُ السَّلَام এই ঘটনাটি বর্ণনা করেছেন এবং সঠিকও বলেছেনসেই ঘটনাটি কি? আসুন! শ্রবণ করি: মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত আয়িশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: বিদায় হজ্বের সময় রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم খুবই কঠিন পেরেশানে ছিলেন এবং ত্রু ন্দন করছিলেন, তাঁকে কান্না করতে দেখে আমিও কান্না করতে লাগলাম, অতঃপর রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বাহন থেকে নেমে একদিকে তাশরিফ নিয়ে গেলেন আর আমাকে বললেন: হুমায়রা! এখানে থামোআমি উট