Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

Book Name:Hajj e Wida Ke Iman Afroz Waqiaat

        বর্ণনা অনুযায়ী যেসব সৌভাগ্যবান সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان বছর হজ্ব পালন করার সৌভাগ্য অর্জন করেছেন, তাঁদের সংখ্যা প্রায় এক লাখ ২৪ হাজার বা এরচেয়েও বেশি ছিলো

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

বিদায় হজ্ব থেকে শিক্ষনীয় বিষয়সমূহ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! বিদায় হজ্ব প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জীবনের গুরুত্বপূর্ণ একটা দিক, এটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক আকায়িদ আমলের সংশোধন (Refinement) হয়ে থাকেআসুন! এই প্রসঙ্গে কিছু ঈমান উদ্দীপক ঘটনা তা থেকে পাওয়া শিক্ষা সম্পর্কে শ্রবণ করি:

 

বিদায় হজ্বে আম্বিয়ায়ে কেরামের عَلَیْهِمُ السَّلَام অংশ গ্রহণ

          মুসলিম শরীফের বর্ণনা, সাহাবীয়ে রাসূল হযরত ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: হাজীদের এই আজিমুশশান কাফেলা নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নির্দেশনায় মদীনায়ে পাক থেকে মক্কায়ে মুকাররমায় যাচ্ছিলেন, পথিমধ্যে আযরাক্ব নামক একটি উপত্যকা আসলোরাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: এটি কোন উপত্যকা? আরয করা হলো: আযরাক্ব উপত্যকাইরশাদ করলেন: আমি দেখছি যে, আল্লাহ পাকের নবী হযরত মূসা عَلَیْہِ السَّلَام তাঁর আঙ্গুল কানে দিয়ে তালবিয়া (لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک) পাঠ করে এইউপত্যকা দিয়ে যাচ্ছেনহযরত ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: অতঃপর আমরা আরও সামনে অগ্রসর হলাম, যেতে যেতে আরও একটি উপত্যকা সামনে আসলো, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: এটা কোন জায়গা? বললেন: ইয়া রাসূালাল্লাহ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এটা হলো হারশা নামক উপত্যকা

          ইরশাদ করলেন: আমি অবলোকন করছি যে, আল্লাহ পাকের নবী হযরত ইউনুস عَلَیْہِ السَّلَام লাল উটনীর উপর আরোহিত রয়েছে, তিনি রেশমি জুব্বা পরিধান করেছেন, উটনীর মুহার খেজুরের ঢাল দিয়ে তৈরী, আর তিনি তালবিয়া (অর্থাৎ لَبَّیْک اَللّٰہُمَّ لَبَّیْک) বলে বলে যাচ্ছেন

(মুসলিম, কিতাবুল ঈমান, ৮২ পৃ:, হাদী: ১৬৬)

 

          ! سُبْحَانَ الله আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام এর কেমন শান...!! প্রসিদ্ধ মুফাসসিরেকুরআন, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যেহেতু এই হজ্ব নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শেষ হজ্ব মুবারক ছিলো, এজন্য আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام বরকত হাসিল করার জন্য এতে অংশ গ্রহ করেছেন আর নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁদেরকে স্বয়ং নিজের চোখে দেখেছেন(মিরআতুল মানাজী/৫৮৯ )