Book Name:Mohabbat e Auliya Ke Fazail
* রোজা না রাখা,এগুলো গোনাহের কাজ,কিন্তু যে কথাটি আরজ করতে চেয়েছিলাম সেটা হলো এমন যে, অন্তরে আল্লাহ ও রাসূলের ভালোবাসা বিদ্যমান, আউলিয়ায়ে কেরামের ভালোবাসা থাকার দাবী আছে, কখনো * আল্লাহ পাক * তাঁর প্রিয় হাবীব * সাহাবায়ে কেরাম * আহলে বাইতে আতহার * আউলিয়ায়ে কেরামের ব্যাপারে বিয়াদবিমূলক চিন্তাভাবনা আসেনি। এখনো اَلْحَمْدُ لِلّٰه মুসলমানদের মধ্যে এতটুকু ব্যক্তিত্ব বিদ্যমান রয়েছে, বড় বড় ফিতনা উন্মোচিত হয়, লোকেরা ফিতনা ছড়ানো ব্যক্তিদের দিকে ধাবিত হয়ে যায় কিন্তু সামনের ব্যক্তি আল্লাহ পাকের শানে ভুল শব্দ ব্যবহার করে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শানে বিয়াদবি করে, সাহাবায়ে কেরাম, আহলে বাইতে আতহার * অথবা আউলিয়ায়ে কেরাম رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن এর শানে অপ্রিতিকর বাক্য বলে তখন অন্তরে সেটার প্রতি ঘৃণা (Hate) বসে যায়, অতঃপর তার কোন কথা শুনতে মন চাই না, এইভাবে লোক আল্লাহ ও রাসূলের ভালোবাসার বরকতে, আউলিয়ায়ে কেরামের ভালোবাসার বরকতে ফিতনার শিকার হওয়া থেকে বেঁচে যায়। বোঝা গেলো; আউলিয়ায়ে কেরামের ভালোবাসা, সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা ঈমানের মজবুত রশি, যতক্ষণ পর্যন্ত আমরা এই রশিটি মজবুত সহকারে আকড়ে ধরবো, اِنْ شَآءَ الله ঈমান নিরাপদ। যদি এই রশিটি হাত থেকে চলে যায় তবে ফিতনা ভরা দুনিয়াতে ঈমান বাঁচানো অনেক কঠিন হবে।
এজন্য আমাদের উচিত * সাহাবা ও আহলে বাইতদের খুব ভালোবাসা * এই পবিত্র ও ঈমানী ভালোবাসাকে হৃদয়ে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা (Efforts) ও করতে থাকুন * তাঁদের পবিত্র জীবনী অধ্যয়ন করুন * তাঁদের জীবনী পর্যালোচনার মাহফিলের ব্যবস্থা করুন * শুধুমাত্র আশিকানে সাহাবা ও আহলে বাইত এবং আশিকানে আউলিয়ার পাশেই বসবেন * তাঁদের সাথে বন্ধুত্ব রাখবেন * প্রথম তো সোশ্যাল মিডিয়ার ব্যবহার খুবই ভয়ানক, যদি সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার (Use) করেও থাকেন, তাও শুধুমাত্র আশিকানে রাসূল, আশিকানে সাহাবা ও আউলিয়াদের কথা শুনবেন, এর বরকতে اِنْ شَآءَ الله এই পবিত্র ও ঈমানী ভালোবাসা অন্তরে মজবুত থাকবে, এই ভালোবাসাই তো اِنْ شَآءَ الله ঈমান হেফাযতের সাথে দুনিয়া থেকে বিদায় নিবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নেক আমল নম্বর ৫৯ এর প্রতি উৎসাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী ফয়যানে গাউসে পাক, ফয়যানে খাজা ও রেযা বরং ফয়যানে আউলিয়া, আউলিয়ায়ে কেরামের মুবারক আদর্শের উপর আমলের স্পৃহা বৃদ্ধির জন্য আপনিও দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান! ১২ দ্বীনি কাজের মধ্যেও স্বতস্ফুর্তভাবে অংশ নিন! اَلْحَمْدُ لِلّٰه দুনিয়া ও আখিরাতে অসংখ্য কল্যাণ নসিব হবে। আউলিয়ায়ে কেরামের মুবারক আদর্শ সম্পর্কে জানার জন্য দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় অংশগ্রহন করুন। শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দানকৃত “৭২ নেক আমল” এর মধ্য হতে নেক আমল নম্বর