Book Name:Mohabbat e Auliya Ke Fazail
আপনি কাকে ভালোবাসেন...?
হে আশিকানে রাসূল! আল্লাহ পাকের শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَلْمَرْءُ مَعَ مَنْ اَحَب যেই যাকে ভালোবাসে, সে তার সাথে থাকবে। (বুখারি, ১৫২৯ পৃ:, হাদিস: ৬১৬৮)
হাদিসে পাকে যেমনিভাবে আউলিয়ায়ে কেরামের প্রতি ভালোবাসার ফযিলত বর্ণিত হয়েছে, তেমনিভাবে হাদিসে পাকে আমাদের জন্য ভালোবাসার মাপকাটিও নির্ধারণ করেছে। বোঝা গেলো; * যে জান্নাতের রাস্তায় হাঁটছে * যে নামায পড়ে, সুন্নাত অনুসরণ করে
* নেক কাজ করে * জান্নাতে নিয়ে যাওয়ার মতো আমল করে * যদি আজ আমরা তাঁদেরকে ভালোবাসি * তাঁদের সাথে বন্ধুত্ব করি তো! * কিয়ামতের দিন তাঁদের সাথে থাকবো আর আল্লাহ না করুক! যদি আজ আমরা জাহান্নামের রাস্তায় চলাচলকারীর সাথে বসি * যারা নামায পড়ে না * রোযা রাখে না * গান বাজনা শুনে * সিনেমা নাটক দেখে * গালমন্দ করে * ঝগড়া বিবাদ (Fighting) করে * মদ পান করে * জুয়া খেলে * আল্লাহ ও রাসূলের নাফরমানী করে, যদি আমরা এরকম লোকদের সাথে বন্ধুত্ব করি আর আল্লাহ না করুক তাওবা না করে দুনিয়া থেকে চলে যায় তবে আফশোস! হাদিসে পাক অনুযায়ী কিয়ামতের দিন তাঁদের সাথে উঠানো হবে। اَلْاَ مَانُ وَ
الْحَفِيْظ
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
যারা কিয়ামতের দিন ঈর্ষনীয় হবে
হে আশিকানে আউলিয়া! আউলিয়ায়ে কেরামের ভালোবাসার কথাই বা কি বলবো, আসুন! আরও একটি হাদিসে পাক শুনি; হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব আবু দাউদ শরীফে মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ
عَنْہُ হতে বর্ণিত, রাসূলে আকরাম
صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নিশ্চয় আল্লাহ পাকের কিছু বান্দা, তারা নবীও নন, শহীদও নন (কিন্তু তাঁদের শান হলো এমন যে) কিয়ামতের দিন তাঁদের মর্যাদা ও পদ দেখে আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ
السَّلَام এবং শহীদগণ ঈর্ষার চোখে দেখবে। আরয করবে: ইয়া রাসূলাল্লাহ ! صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরা কারা? ইরশাদ করবেন: এরা ঐসব লোক, যাদের পরস্পরের মধ্যে কোন সম্পর্ক (Relationship) ও নেই, পরস্পরের মধ্যে কোন লেনদেনও নেই, এরা শুধুমাত্র পরস্পরের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির খাতিরে ভালোবাসা পোষণকারী। (আবু দাউদ, ৫৬১ পৃ:, হাদিস: ৩৫২৭)
হে আশিকানের রাসূল! এইভাবে তো اَلْحَمْدُ لِلّٰه আমরা আউলিয়ায়ে কেরামেরই সদকা ভক্ষণ করি কিন্তু একটু ভেবে দেখুন, আমাদের কয়জন লোক আছে যাদেরকে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ১০, ২০ তলা বিশিষ্ট প্লাট দিয়েছে? সে কে যাকে আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ স্বপ্নে এসে ৫০ লাখ টাকার চেক দিয়েছে? হয়তো কেউ এমন নেই। তাহলে আমরা এগুলোকে কেনো ভালোবাসি? খুবই সহজ প্রশ্ন: গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুবারক যুগে বাদশাহ কে ছিলো?