Book Name:Mohabbat e Auliya Ke Fazail
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দিওয়ানা
শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পূর্বপুরুষদের গ্রামের (গুজরাট, হিন্দ) ঘটনা। সেখানে গাউসে পাকের এক দিওয়ানা থাকতো, যে খুবই জাকজমকভাবে গিয়ারভী শরীফ পালন করতো, তার মধ্যে একটি বিশেষত্ব এটা ছিলো যে, সে সৈয়দ বংশীয়দেরকে খুবই সম্মান (Respect) করতো, ছোট সৈয়দ বংশীয় শাহজাদাদের প্রতি স্নেহ ও ভালোবাসার এই অবস্থা ছিলো যে তাঁদেরকে কোলে নিয়ে ঘুরে বেড়াতো এবং তাঁদেরকে মিষ্টান্ন (Sweets) ইত্যাদি কিনে দিতো। একদিন সেই পাগলের ইন্তেকাল হয়ে গেলো, সেই ভক্তের মৃত লাশের উপর চাদর বিছানো হলো, শোকাহত ব্যক্তিরা সমবেত ছিলো হঠাৎ চাদর সরিয়ে গাউসে পাকের দিওয়ানা উঠে বসে গেলো, লোকেরা ভয়ে পালিয়ে গেলো। সে ডাক দিলো: ভয় করিও না, শোনো মনদিয়ে! লোকেরা যখন কাছে আসলো তখন বলতে লাগলো: আসল কথা হলো এটা যে, এখনই আমার পীরানে পীর, পীর দস্তগীর, গাউসে আযম শায়খ আব্দুল কাদির জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাশরিফ এনেছেন, তিনি আমাকে জাগ্রত করেছেন আর বলেছেন: আমার মুরিদ হয়ে তাওবা ব্যতীত মারা গেলে? উঠে তাওবা করে নাও।
اَلْحَمْدُ لِلّٰه আমার মধ্যে রুহ সঞ্চার হলো যাতে আমি তাওবা করে নিই। এতটুকু বলার পর সমস্ত গুনাহ থেকে তাওবা করলো আর কালিমা পাঠ করতে লাগলো অতঃপর হঠাৎ সেই পাগলের মাথা একদিকে হেলে পড়লো এরপর তাঁর ইন্তেকাল হয়ে গেলো।
(জ্বিনদের বাদশাহ, ৩-৪ পৃ:, সামান্য পরিবর্তন সহকারে)
গাউসে পাকের দিওয়ানাকে মুবারকবাদ
سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের গাউসে পাক শায়খ আব্দুল কাদির জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কেমন শান। اَلْحَمْدُ لِلّٰه যে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দিওয়ানা, তাঁর মুরিদ, তাদের জন্য সুসংবাদ যে, গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার মুরিদ যতই গুনাহগার হোক না কেনো, সে ততক্ষণ পর্যন্ত মরবে না, যতক্ষণ পর্যন্ত তাওবা করে নিবে না। (বাহজাতুল আসরার, ৯১১ পৃ:) আর যে তাওবা করে দুনিয়া থেকে বিদায় নিবে اِنْ شَآءَ الله জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতে পৌঁছতে সফল হয়ে যাবে।
শয়তানী কুমন্ত্রণার খন্ডন
প্রিয় ইসলামী ভাইয়েরা! হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আপন মুরিদকে জীবিত করা আর তাওবার শিক্ষা দেয়া আমাদের গাউসে পাকের অন্যতম কারামত। অনেক লোক আউলিয়ায়ে কেরামের এরকম কারামত শুনে শয়তানী বিভিন্ন কুমন্ত্রণার শিকার হয়ে যায়, যেমন এটা কিভাবে হতে পারে? জীবিত করা ও মৃত্যু দেয়ার মালিক তো আল্লাহ পাক, একজন মানুষ কিভাবে মৃতকে