Mohabbat e Auliya Ke Fazail

Book Name:Mohabbat e Auliya Ke Fazail

ঐসময় ওজির কে ছিলো? হয়তো অধিকাংশ (Majority) লোক এমন হবে যারা সেই যুগের বাদশাহ বা ওজির বড় বড় সম্পদশালীর নামও জানে না কিন্তু উৎসর্গ হয়ে যান! * গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নামও জানেন * তাঁর নামে মাহফিলের আয়োজনও করা হয় * তাঁর নামে গিয়ারভী শরীফও করে, তবে কারণ কি? নিজের হৃদয়কে জিজ্ঞাসা করুন! শুধুমাত্র একটি উত্তরই মিলবে: * গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আল্লাহ পাকের নেককার বান্দা ছিলেন * তিনি রাতে ইবাদত করতেন * গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রোযা পালন করতেন * গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নামায আদায়কারী ছিলেন * যেহেতু তিনি আল্লাহ পাকের প্রিয়ভাজন ছিলেন * এজন্য আমরা তাঁকে ভালেবাসি

          আর যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির খাতিরে একে অপরকে ভালোবাসে, তাদের মর্যাদাও কেমন? রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: তাঁদের চেহারা থেকে নুর চমকাবে, তাঁদের উপর নুর ছেয়ে পড়বে আর তখন তারা ভয়হীন হবে, যখন মানুষ ভীতসন্ত্রস্ত হবে এবং ঐসময় পেরেশান মুক্ত থাকবে যখন মানুষ পেরেশান অবস্থায় থাকবে

(আবু দাউদ, ৫৬১ পৃ:, হাদিস: ৩৫২৭)

 

আরশের ছায়া প্রাপ্ত লোক

          سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিয়ায়ে কেরামের প্রতি ভালোবাসা পোষণকারীর কেমন শান, হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব মুসলিম শরীফে রয়েছে: রাসূলে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেনঃ নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন: আমার জ্বালাল (অর্থাৎ মহত্বের) খাতিরে পরস্পর ভালোবাসা পোষণকারীরা কোথায়? আজ যেখানে কোন ছায়া নেই, আমি তাদেরকে আমার আরশের ছায়া দান করবো (মুসলিম৯৯৬ পৃ:, হাদিস: ২৫৬৬)

 

জান্নাতের নুরানী মিম্বর

          হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ হতে বর্ণিত, নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নিশ্চয় জান্নাতে ইয়াকুত (Ruby) (নামক পাথর) দ্বারা তৈরী মিম্বর থাকবে, সেগুলোর উপর পদ্মরাগ দ্বারা তৈরী বালাখানা থাকবে, সেগুলোর দরজা খোলা রয়েছে, সেগুলো এমনভাবে চমকায় যেভাবে তারকাজি চমকে থাকে জিজ্ঞাসা করা হলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! সেগুলোতে কারা থাকবে? বললেন: الْمُتَحَابُّونَ فِي اللهِ  আল্লাহ পাকের সন্তুষ্টির খাতিরে পরস্পরের মধ্যে ভালোবাসা পোষণকারীরা (মুসনদে বাযযার, ১৫/২৮২ পৃ;, হাদিস: ৮৭৭৬)

 

          سُبْحَانَ الله! কেমন মর্যাদা...!! আউলিয়ায়ে কেরামদের প্রতি ভালোবাসা পোষণকারীদের এই উপমাহীন প্রতিদান দেয়া হবে, এটার কোন মূল্য (Price) হতে পারে না, কিন্তু উৎসর্গিত হোন! আল্লাহ পাকের দান অসংখ্য, প্রসিদ্ধ মুফাসসির, হাকিমুল উম্মত আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন: এই যে প্রতিদানের কথা বলা হয়েছে, এটি শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের খাতিরে ভালোবাসা পোষণ করার প্রতিদান, এই ভালোবাসার বিনিময়ে বান্দা যা কিছু করে (যেমন গাউস খাজার ভালোবাসায় মাহফিলের