Mohabbat e Auliya Ke Fazail

Book Name:Mohabbat e Auliya Ke Fazail

৫৯ যথা: সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় শুরু থেকে শেষ (অর্থাৎ ইশা থেকে ইশরাক চাশত) পর্যন্ত অংশগ্রহন করেছেন?

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

          প্রিয় ইসলামী ভাইয়েরা! সাপ্তাহিক ইজতিমায় অংশগ্রহন করার দ্বারা ইলমে দ্বীন অর্জিত হয়ে থাকে নেককার লোকদের সংস্পর্শ নসিব হয়ে থাকে এবং অনেক সুন্নাত শিখার সুযোগ হয় আর দোয়াও কবুল হয়ে থাকে আপনাদের নিকট আবেদন যে দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় অবশ্যই অংশগ্রহন করবেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

তাওয়াক্কুল অল্পতুষ্টির মাদানী ফুল

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! ভরসা অল্পতুষ্টির ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি প্রথমে দুইটি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী লক্ষ্য করুন: () ইরশাদ করেন: অল্পতুষ্টি শেষ না হওয়া একটি ভান্ডার (আল যুহদুল কবীর, ৮৮ পৃ:, হাদিস: ১০৪) () ইরশাদ করেন: নিশ্চয় সফল হলো সেই ব্যক্তি যে ইসলাম গ্রহন করেছে এবং তাকে যথেষ্ট রিযিক দেয়া হয়েছে আর আল্লাহ পাক তাকে যা দিয়েছেন তাতে অল্পতুষ্টিও দান করেছেন (মুসলিম, ৩০৪ পৃ:, হাদিস: ২৪২৬) * মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু পায় সেটার উপর সন্তুষ্ট থেকে জীবন অতিবাহিত করে লোভ লালসা বর্জন করাকে অল্পতুষ্টি বলা হয় (জান্নাতী জেওর, ১৩৬ পৃ:, সামান্য পরিবর্তন সহকারে) * দৈনন্দিন ব্যবহার হওয়া জিনিসপত্র না পাওয়াতেও রাজি থাকার নাম অল্পতুষ্টি (আত তারিফাত লিল জুরজানী, বাবুল আলক্বাফ, ১২৬ পৃ:) * তাওয়াক্কুলের তিনটি স্তর রয়েছে () আল্লাহ পাকের সত্তার উপর ভরসা করা () তাঁর হুকুমের সামনে মাথা নত করা () নিজের প্রতিটি বিষয় তাঁর নিকট সোপর্দ করা (রিসালা কুশাইরিয়া, ২০৩ পৃ:)

 

ঘোষণা

          তাওয়াক্কুল অল্পতুষ্টির  অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতি হালকায় বলা হবে সুতরাং সেগুলোর জানার জন্য অবশ্যই হালকায় অংশগ্রহন করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ২টি দোয়া

 

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ