Book Name:Mohabbat e Auliya Ke Fazail
জীবিত করতে পারে? যে একবার মৃত্যুর ঘাট পার করেছে, সে দ্বিতীয়বার দুনিয়াতে ফিরে আসা, জীবিত হওয়া সম্ভবই (Possible) না? ইত্যাদি ইত্যাদি!
এসব কুমন্ত্রণার একটিই উত্তর, আল্লাহ পাক বলেন:
وَ مَا کَانَ عَطَـآءُ رَبِّکَ مَحْظُوْرًا
(পারা: ১৫, বনী ইসরাইল, আয়াত: ২০) কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আপনার প্রতিপালকের দানের উপর বাধা-বিপত্তি নেই।
জানা গেলো; আল্লাহ পাকের দানের মধ্যে কোন বাধা নেই, আল্লাহ পাক যাকে চান দান করেন, যাই চান দান করেন। যদি আল্লাহ পাক তাঁর কোন বান্দাকে মৃত ও জীবিত করার ক্ষমতা (Power) দান করেন তবে কারো কি কোন শক্তি আছে তাঁর উপর মতানৈক্য করবে। اَلْحَمْدُ لِلّٰه আমাদের এটাই আকিদা যে আল্লাহ পাকের দান ব্যতীত, নিজের ক্ষমতাবলে মৃতকে জীবিত করা তো অনেক দূরের কথা, কেউ তার পশমও তুলতে পারবে না। আর আল্লাহ পাক ক্ষমতা দান করেন তো লোক মৃতকেও জীবিত করতে পারবে। اَلْحَمْدُ لِلّٰه হুযুরে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে আল্লাহ পাক এই ক্ষমতা দান করেছিলেন যে, তিনি মৃতকে জীবিত করতেন। এখন কে আছে যে আল্লাহ পাকের দানের উপর মতবিরোধ করবে?
মারা যাওয়ার পরও কি দুনিয়াতে ফিরে আসা সম্ভব
আর যতটুকু বিষয় মৃত্যু বরন করার পর দ্বিতীয়বার জীবিত হওয়ার তবে এটা একেবারে সম্ভব, কুরআনে কারীমের অনেক জায়গায় এমন ঘটনা উল্লেখ রয়েছে যার মধ্যে জীবিত হওয়ার কথা উল্লেখ রয়েছে, সূরা বাকারার ঘটনা বনী ইসরাইলের একজন নেককার বান্দার গাভি জবেহ (Slaughter) করে সেটার মাংসের টুকরো মৃত লাশ (Dead Body) কে লাগানো হলো তো সেটা জীবিত হয়ে গেলো * সূরা বাকারায় বনী ইসরাইলের ৭০ হাজার মৃত জীবিত হওয়ার ঘটনাও উল্লেখ রয়েছে
* হযরত ইব্রাহিম عَلَیْہِ السَّلَام ৪টি পাঁখি (Birds) নিয়ে জবেহ করলো, সেগুলোর মাংসের কিমা করা হলো, এরপর সেটার মাংস দূরবর্তী বিভিন্ন পাহাড়ে রাখা হলো, এরপর ডাক দিলো তো সেই মাংসগুলো উড়ে উড়ে চলে আসলো, কিমা তৈরী করা মাংস থেকে টুকরা আলাদা আলাদা হয়ে আপন আপন মাথার সাথে সংযুক্ত হলো, ৪টি পাঁখিই জীবিত হয়ে গেলো, এই ঘটনাটিও সূরা বাকারার তৃতীয় পারায় উল্লেখ রয়েছে * আর আসহাবে কাহাফের ঘটনা খুবই প্রসিদ্ধ, এসব ব্যক্তিরা হযরত ঈসা عَلَیْہِ
السَّلَام এর উম্মত ছিলেন, এক যালিম বাদশাহ (Cruel King) এর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য নিজেদের ঈমান বাঁচানোর জন্য একটি গুহায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলো, ৩০০ বছর ঘুমিয়ে রইলো, ৩০০ বছর পর আল্লাহ পাক তাঁদেরকে পূনরায় জীবিত করলেন।
মোটকথা; মৃতদের জীবিত হওয়া এটা কোন প্রকৃতির পরিপন্থি বিষয় নয়, অবশ্যই সম্ভব, আল্লাহ পাক চান তো এমনটি হতে পারে বরং হয়েও থাকে।