Book Name:Mohabbat e Auliya Ke Fazail
(পারা: ১৬, সূরা মরিয়ম, আয়াত: ৯৬) কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় ঐসব লোক যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে অবিলম্বে তাদের জন্য পরম দয়াময় (পরস্পরের মধ্যে) ভালোবাসা সৃষ্টি করে দিবেন।
سُبْحَانَ الله! জানা গেলো! ঐসব লোক যারা ঈমান গ্রহন করেছে, ঈমানের উচ্চ মর্যাদায় আসীন হয়েছে, পুরো জীবন তাঁর ঈমান, তাঁর আকিদা প্রতিটি মন্দ থেকে, কমতি থেকে পবিত্র রইলো, সে ঈমানের দিক দিয়েও পরিপূর্ণ, আকিদার দিক দিয়েও পরিপূর্ণ, অতঃপর এটার সাথে সাথে তাঁরা নেক আমলও করেছে, তাঁরা তাঁদের পুরো জীবন আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে কাটিয়েছে, তাঁদের এই মর্যাদা যে, আল্লাহ পাক স্বয়ং নিজেও তাঁদেরকে ভালোবাসেন ও সাথে সাথে মানুষের অন্তরের মধ্যেও তাঁদের ভালোবাসা প্রবেশ করিয়ে দেন।
হৃদয়ে ওলীদের
ভালোবাসা
কিভাবে প্রবেশ করানো হয়ে
থাকে
হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব মুসলিম শরীফের হাদিসে পাকে রয়েছে, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন আল্লাহ পাক কোন বান্দাকে ভালোবাসেন তখন হযরত জিব্রাইল عَلَیْہِ السَّلَام কে নির্দেশ দেন: فأحِبَّهُ اِنِّی اُحِبُّ فَلَاناً অর্থাৎ (হে জিব্রাইল!) আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো!
অতঃপর হযরত জিব্রাইল عَلَیْہِ السَّلَام সেই বান্দাকে ভালোবাসতে থাকেন, অতঃপর এই ভালোবাসার ধারাবাহিকতা এখানে এসেই থামে না বরং ثُمَّ یُنَادِی فِیْ السَّمَآء অতঃপর আসমানে ঘোষণা করে দেয়া হয়: اِنَّ اللهَ یُحِبُّ فُلَانًا فَاَحِبُّوْہ অর্থাৎ হে আসমানবাসীরা! নিশ্চয় আল্লাহ পাক অমুক বান্দাকে ভালেবাসেন, তোমরাও তাকে ভালোবাসো!
এরপর আসমানবাসী ফেরেশতারা তাকে ভালোবাসাতে থাকেন। এখন মূলত পুরো আসমানে ওলীউল্লাহর ভালোবাসা ছড়িয়ে পড়ে, এরপর কি হয়? হাদিসে পাকে রয়েছে: ثُمَّ یُوْضَعُ الْقَبُوْل فِی الْاَرْض এরপর যমিনে সেই বান্দার গ্রহনীয়তা ছড়িয়ে দেয়া হয় (অর্থাৎ মানুষের অন্তর তার দিকে ধাবিত করে দেয়া হয়)। (মুসলিম, ১০১৬ পৃ:, হাদিস: ২৬৩৭)
سُبْحَانَ الله! হে আশিকানে আউলিয়া! এটি আউলিয়ায়ে কেরামের অনন্য শান...!! এরা আল্লাহ পাকের ঐসকল সৌভাগ্যবান বান্দা যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, হযরত জিব্রাইল عَلَیْہِ السَّلَام ও ভালেবাসেন এবং সমস্ত ফেরেশতারা তাকে ভালেবাসেন, এরপর তার ভালোবাসা মানুষের অন্তরে প্রবেশ করিয়ে দেয়।
ঈর্ষনীয় লোক
! اَلله ! اَلله প্রিয় ইসলামী ভাইয়েরা! আউলিয়ায়ে কেরামদের ভালোবাসার কথা কিই বা বলবো...!! এটা পবিত্র ভালোবাসা যেটা اِنْ شَآءَ الله জান্নাতে প্রবেশের মাধ্যম হবে। জি! এটাই