Mohabbat e Auliya Ke Fazail

Book Name:Mohabbat e Auliya Ke Fazail

(৬) দরূদে শাফায়াত

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّاَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ

          নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এভাবে দরূদ শরীফ পাঠ করবে, তার জন্য আমার শাফায়াত (সুপারিশ) ওয়াজীব হয়ে যায়(আত তারগীব ওয়াত তারহীব, ২/৩২৯, হাদীস ৩০)

 

(১) এক হাজার দিনের নেকী

جَزَى اللهُ عَنَّا مُحَمَّدًامَاهُوَ اَهْلُهٗ

          হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এ দোয়া পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন(মুজামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)

 

(২) যেন শবে কদর পেয়ে গেলো

          প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো

 (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)

لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم

          সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেইআল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিকপ্রতিপালক

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

 

সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ১০ অক্টোবর ২০২৪ইং

() সুন্নাত আদব শিখা: মিনিট () দোয়া মুখস্ত করানো মিনিট, () যাচাই: মিনিট, সর্বমোট ১৫ মিনিট

 

তাওয়াক্কুল অল্পতুষ্টির  অবশিষ্ট মাদানী ফুল

          * দুনিয়াবি বিষয়ে অল্পতুষ্টি ধৈর্য ভালো কিন্তু আখিরাতের বিষয়ে লোভ ধৈর্য শ্রেষ্ঠ, দ্বীনের যেকোন স্তরে পৌঁছে অল্পতুষ্টি প্রকাশ করো না সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করো (মিরআতুল মানাজীহ, /১১২ পৃ:) * লোভ খুবই মন্দ অত্যন্ত খারাপ অভ্যাস, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার নিকট যেই রিযিক নিয়ামত এবং মাল দৌলত অথবা সম্মান মর্যাদা মিলেছে, সেটার উপর রাজি হয়ে অল্পতুষ্ট থাকা উচিত (জান্নাতী জেওর, ১১০ পৃ:) * যার লালসার দৃষ্টি মানুষের কবজায় থাকা সম্পদকে দেখে সে সব সময় পেরেশান থাকবে (রিসালা কুশাইরিয়া, ১৯৮ পৃ:) * বালআম বিন বাউরা অনেক বড় আলিম মুস্তাজাবুদ দাওয়াত ছিলো, লোভ লালসা তাকে দুনিয়া পরকালে ধ্বংস করে দিয়েছে (মলফুযাতে লা হযরত, ৩৬৭ পৃ:) * আল্লাহ পাক বলেন: সেই আমার নিকট সবচেয়ে বেশি সম্পদশালী যে আমার দেয়া জিনিসের উপর সবচেয়ে বেশি অল্পতুষ্টতা