Book Name:Mohabbat e Auliya Ke Fazail
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّاَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ
নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এভাবে দরূদ শরীফ পাঠ করবে, তার জন্য আমার শাফায়াত (সুপারিশ) ওয়াজীব হয়ে যায়। (আত তারগীব ওয়াত তারহীব, ২/৩২৯, হাদীস ৩০)
جَزَى اللهُ عَنَّا مُحَمَّدًامَاهُوَ اَهْلُهٗ
হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এ দোয়া পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন। (মু’জামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো।
(তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার সিডিউল ১০ অক্টোবর ২০২৪ইং
(১) সুন্নাত ও আদব শিখা: ৫ মিনিট (২) দোয়া মুখস্ত করানো ৫ মিনিট, (৩) যাচাই: ৫ মিনিট, সর্বমোট ১৫ মিনিট
তাওয়াক্কুল ও অল্পতুষ্টির অবশিষ্ট মাদানী ফুল
* দুনিয়াবি বিষয়ে অল্পতুষ্টি ও ধৈর্য ভালো কিন্তু আখিরাতের বিষয়ে লোভ ও ধৈর্য শ্রেষ্ঠ, দ্বীনের যেকোন স্তরে পৌঁছে অল্পতুষ্টি প্রকাশ করো না সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করো। (মিরআতুল মানাজীহ, ৭/১১২ পৃ:) * লোভ খুবই মন্দ ও অত্যন্ত খারাপ অভ্যাস, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার নিকট যেই রিযিক ও নিয়ামত এবং মাল ও দৌলত অথবা সম্মান ও মর্যাদা মিলেছে, সেটার উপর রাজি হয়ে অল্পতুষ্ট থাকা উচিত। (জান্নাতী জেওর, ১১০ পৃ:) * যার লালসার দৃষ্টি মানুষের কবজায় থাকা সম্পদকে দেখে সে সব সময় পেরেশান থাকবে। (রিসালা কুশাইরিয়া, ১৯৮ পৃ:) * বালআম বিন বা’উরা অনেক বড় আলিম ও মুস্তাজাবুদ দাওয়াত ছিলো, লোভ ও লালসা তাকে দুনিয়া ও পরকালে ধ্বংস করে দিয়েছে। (মলফুযাতে আ’লা হযরত, ৩৬৭ পৃ:) * আল্লাহ পাক বলেন: সেই আমার নিকট সবচেয়ে বেশি সম্পদশালী যে আমার দেয়া জিনিসের উপর সবচেয়ে বেশি অল্পতুষ্টতা