Mohabbat e Auliya Ke Fazail

Book Name:Mohabbat e Auliya Ke Fazail

সত্য কথা, হযরত আনাস বিন মালেক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার এক ব্যক্তি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলো, আর বললো: مَتَی السَّاعَۃُ? অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! কিয়ামত কখন আসবে? (অবশ্যই আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামত কখন হবে সেটা জানেন, তিনি জানতেন যে কিয়ামত কবে হবে, তারপরও তিনি কিয়ামতের আলামত বলেছেন, কিয়ামত কোনদিন আসবে, সেটাও বললেন, কোন তারিখ আসবে, সেটাও বললেন জি! শুধুমাত্র সাল বলেননি, এজন্য যে সাল বলার অনুমতি ছিলো না, সুতরাং সাহাবিয়ে রাসূল رَضِیَ اللهُ عَنْہُ যখন জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কখন আসবে? তো) তিনি সেটার উত্তর দেয়ার পরিবর্তে বললেন:
وَمَاذَا اَعْدَدْتَ لَہَا ? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো?

          (সাহাবায়ে কেরামগণ عَلَیْہِمُ الرِّضْوَان অবশ্যই নামাযও পড়তেন, তিলাওয়াতও করতেন, রোযাও রাখতেন, নেকীর উপর নেকী করতেন কিন্তু সাহাবিয়ে রাসূল رَضِیَ اللهُ عَنْہُ এর মুবারক স্বভাব, তিনি কোন নেকীর উপর ভরসা করেননি, বরং বিনয়ি প্রকাশার্থে) বললেন: لَا شَیْء  অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি কোন প্রস্তুতি নিই নাই (নামায তো আছে, নেকীও আছে কিন্তু সেগুলোর উপর কোন আস্থা নেই, আল্লাহ পাক চান তো কবুল করবেন, নতুবা কবুল করবেন না) اِلّا اَنِّی اُحِبُّ اللهَ وَرَسُوْلَہ  (তবে আমার নিকট একটি দৌলত রয়েছে আর কিয়ামতের দিন এই একটাই দৌলতই আমার সাহারা আর তা হলো) আমি আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ভালোবাসি রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এটা শুনলেন তো বললেন: اَنْتَ مَعَ مَنْ اَحْبَبْت অর্থাৎ তুমি যাকে ভালোবাসো, কিয়ামতের দিন তার সাথেই থাকবে (বুখারি, ৯৩৪ পৃ:, হাদিস: ৩৬৮৮)

 

          سُبْحَانَ الله! এই হাদিসে পাক থেকে বোঝা গেলো দুনিয়াতে লোক যাকে ভালোবাসে, কিয়ামতের দিন তার সাথে থাকবে এখন চিন্তা করে দেখুন! কতো সৌভাগ্যবান ঐসবলোক*যারা গাউসে পাককে ভালোবাসে * খাজা রযাকে ভালেবাসে * আউলিয়ায়ে কেরামের মাহফিলেরও আয়োজন করে * তাঁদের ইছালে সাওয়াবের ব্যবস্থা করে * তাঁদের জীবনী আলোচনা করে * তাঁদের গুণাবলি বর্ণনা করে * আউলিয়ায়ে কেরামের নাম শুনে * তাঁদের জীবনী (Biography) অধ্যয়ন করে
* তাঁদের জীবনী শুনে যাদের চেহারা উৎফুল্ল (Happiness) হয়ে উঠে, আজ দুনিয়াতে এসব লোক আল্লাহর ওলীদের ভালোবাসে * কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে আউলিয়ায়ে কেরামের সাথে রাখবেন * তাঁদের সাথে হাশরও হবে এবং  আল্লাহ পাক চান তো তাঁদের পেছন পেছন জান্নাতে চলে যাবো