Ramadan Sudharne Ka Mahina Hai

Book Name:Ramadan Sudharne Ka Mahina Hai

(বাহরুদ দুমু, পৃষ্ঠা: ৪২)   

সত্যিকার অন্তরে তাওবা করে নিন

          হে আশিকানে রাসূল! রমযান আসতেছে, তাকওয়ার মাস আসতেছে, আত্মশুদ্ধির মাস আসতেছে, সাহস করুন! পূর্বের গুনাহ থেকে তাওবা করে পবিত্র হয়ে এই পবিত্র মাসকে স্বাগত জানান। আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ করেন:

وَّ اَنِ اسْتَغْفِرُوْا رَبَّکُمْ  ثُمَّ  تُوْبُوْۤا  اِلَیْہِ یُمَتِّعْکُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی وَّ یُؤْتِ کُلَّ ذِیْ فَضْلٍ فَضْلَہٗ ؕ وَ اِنْ تَوَلَّوْا فَاِنِّیْۤ  اَخَافُ عَلَیْکُمْ  عَذَابَ یَوْمٍ  کَبِیْرٍ (۳)

(পারা: ১১, সুরা: হুদ: ৩)

কানযুল ঈমান থেকে অনুবাদঃ এবং এ যে, আপন প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো অতঃপর তারই প্রতি তাওবা কর তিনি তোমাদেরকে অতি উত্তম সামগ্রী উপভোগ করতে দেবেন, একটা নির্ধারিত সময়সীমা পর্যন্ত এবং প্রত্যেক মর্যাদাবানের নিকট তার অনুগ্রহ পৌঁছাবেন আর যদি মুখ ফিরিয়ে নাও তবে আমি তোমাদের জন্য মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি।

 

          তাফসীরে সিরাতুল জিনানে রয়েছে: এ আয়াতে বলা হয়েছে যেপ্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যেন লোকদেরকে নির্দেশ দেন যে, 'হে মানুষ, তোমাদের অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং ভবিষ্যতে গুনাহ করা থেকে তাওবা করো, যে ব্যক্তি তার গুনাহ থেকে সত্তিকারের তাওবা করবে এবং আন্তরিকতার সাথে স্বীয় প্রতিপালকের ইবাদত করবে আল্লাহ পাক তাকে অসংখ্য রিজিক ও আরাম আয়েশ দান করবেন এবং সে শান্তি ও স্বস্তির জীবন যাপন করবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন। আর যে তাওবা করবে না, কুফর ও গুনাহে অবিচল থাকবে, সে ভয়ের জীবন যাপন করবে, রোগে আক্রান্ত হবে এবং আল্লাহর অসন্তুষ্টির সম্মুখীন হবে, দুনিয়াতে সাময়িক ভোগ বিলাসিতায় মত্ত থাকলেও সেই আরাম-আয়েশে কোন কল্যাণ থাকবে না যার পরে রয়েছে জাহান্নাম।

(তাফসীর সিরাতুল জিনান, পারা: ১১, সূরা: হুদ, ৩ নং আয়াতের পাদটিকা, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৩৯৩)

          মহান আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বেঁচে, বেশি পরিমাণে নেক আমল করার মাধ্যমে রমযান মাস কাটানোর তৌফিক দান করুন। হায়! রমযান মাসে আমরা যেন পবিত্র ও নেককার হতে পারি।

 اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

১২টি দ্বীনি কাজের মধ্যে একটি হলো: দরস

          প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه প্রিয় বরকতময় রমযান মাসের আগমন হতে যাচ্ছে, এই বরকতময় মাসের বরকত অর্জন করতে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং জেলি হালকার বারোটি দ্বীনি কাজের মধ্যে সক্রিয়য়ভাবে অংশগ্রহণ করুন। اِنْ شَآءَ اللہُ الْکَرِیْم দিন ও দুনিয়ার অগণিত বরকত কল্যাণ নসিব হবে এবং আল্লাহ পাক চাইলে রমযানের ফয়যানও নসীব হবে। জেলি হালকার বারোটি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো দরস।