Ramadan Sudharne Ka Mahina Hai

Book Name:Ramadan Sudharne Ka Mahina Hai

গুনাহ থেকে বেঁচে থাকে, তার রিজিকে বরকত হয় * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, সে পেরেশানি থেকে বেঁচে থাকে * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, তাকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করা হয় * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করা হয় * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে তাকে প্রতিটি ক্ষেত্রে (Field) সফলতা দেয়া হয় * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে তার মুখে প্রভাব দেয়া হয় * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে তাকে সৃষ্টিতে সম্মান দান করা হয় * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, তার মৃত্যু ভালো হয় * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, তার জন্য বাতিনের দরজা খুলে দেওয়া হয় * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে তার দোয়া কবুল হয় * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে তার ইবাদতে স্বাদ দান করা হয় * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হয় * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, কেয়ামতের দিন তার ডান হাতে আমলনামা দেওয়া হবে * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, কেয়ামতের দিন তার হিসাব নিকাশ অনেক সহজ করে দেওয়া হবে * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে তাকে জান্নাতের আলীশান প্রাসাদসমূহ দেওয়া হবে * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, তাকে কেয়ামতের দিন আরশের ছায়া দেয়া হবে * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে তাকে ঈমানের মিষ্টতা দেয়া হয়
* যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, তার চেহারায় নেকীর নূর দেয়া হয় * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, তার ওপর রহমত বর্ষিত হয় * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, তাকে মহা প্রতিদান দেওয়া হয় * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, তার জন্য রয়েছে দুই জান্নাতের  সুসংবাদ * যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে তাকে প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের বন্ধু বানিয়ে নেন * আর সবচেয়ে বড় বিষয় হলো যে ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকে তাকে আল্লাহ পাক নিজের সান্নিধ্যের স্বাদ, নিজের সন্তুষ্টি এবং চিরস্থায়ী ভালবাসার দৌলত দান করেন।

গুনাহের ক্ষতিসমূহ

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এগুলো তো ছিল গুনাহ থেকে বাঁচার পুরস্কার, এবার যে ব্যক্তি গুনাহ করে তার কী কী ক্ষতি হতে পারে, তা শুনুন! আলেমগণ বলেন: "গুনাহের কারণে রিজিক কমে যায়, অন্তর ও শরীর দুর্বল হয়ে পড়ে * বয়স কমে যায় * বরকত উঠে যায় * গুনাহের কারণে ইচ্ছাশক্তি দুর্বল হয়ে পড়ে * গুনাহ অপমানের (Disgrace) কারণ * গুনাহ ধ্বংসের দিকে নিয়ে যায় * গুনাহের কারণে জ্ঞানের ক্ষতি হয় এবং জ্ঞানের নূর নিভে যায় * গুনাহের কারণে পৃথিবীতে ফেতনা-ফাসাদ সৃষ্টি হয় * লজ্জা চলে যায় এবং অশ্লীলতা বেড়ে যায় * গুনাহের কারণে নেয়ামত চলে যায় এবং কষ্ট আরোপ হয় (জান্নাতী যেওর, পৃঃ ১৪৩) * মুসলমানদের দ্বিতীয় খলিফা আমীরুল মু'মিনীন হযরত উমর ফারুক আযম رَضِیَ اللهُ عَنْہُ বলেন: "গুনাহ একটি হলেও সে তার সাথে ১০টি মন্দ বিষয় নিয়ে আসে: (১) গুনাহগার আল্লাহকে অসন্তুষ্ট করে (২): গুনাহগার শয়তানকে খুশি করে (৩) গুনাহগার জান্নাত থেকে দূরে এবং (৪): জাহান্নামের কাছাকাছি হয়ে যায় (৫): গুনাহগার নিজের প্রতি অত্যাচার করে (৬): গুনাহগার তার অভ্যন্তরকে কলুষিত করে
(৭): গুনাহগার আমল লিপিবদ্ধকারী ফেরেশতাদের কষ্ট দেয় (৮): গুনাহগার প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ব্যাথিত করে (৯) গুনাহগার যমীন ও আকাশমন্ডলীকে তার বিরুদ্ধে সাক্ষ্য বানায় (১০) ''গুনাহগার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং আল্লাহর অবাধ্যতা করে ৷