Book Name:Ramadan Sudharne Ka Mahina Hai
কাফেলার সাথে সিরিয়া যাচ্ছিলাম, পথিমধ্যে হঠাৎ একদল ডাকাত আমাদের কাফেলায় আক্রমন (Attack) করলো এবং কাফেলার সরঞ্জাম লুট করে তাদের প্রধানের সামনে উপস্থিত করে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। এক লোকের সরঞ্জাম থেকে এক ব্যাগ চিনি আর কাঠবাদাম বের হলো, সব ডাকাত একসঙ্গে চিনি আর বাদাম খাওয়া শুরু করল, কিন্তু তাদের সর্দার চিনি আর বাদাম খাচ্ছিল না। শায়খ আবু বকর শিবলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, আমি আশ্চর্য হয়ে ডাকাতের সর্দারকে জিজ্ঞেস করলাম, সবাই চিনি ও বাদাম খাচ্ছে,তুমি খাচ্ছ না কেন? সে আমার আশ্চর্যকে আরও বৃদ্ধি করে বলতে লাগলো: আমি রোযাদার। খুবই আশ্চর্যান্বিত একটি বিষয় একদিকে মানবাধিকার (Human Rights) লঙ্ঘিত হচ্ছে, মানুষের রক্ত-ঘাম ঝরানো জিনিসপত্র লুণ্ঠিত হচ্ছে, গরিবের দীর্ঘশ্বাস ও অভিশাপ নেওয়া হচ্ছে এবং অন্যদিকে তাকওয়া ও পরহেজগারীর বহিঃপ্রকাশ করে রোযাও পালন করা হচ্ছে, শায়খ আবু বকর শিবলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি লুটপাটও করছো আর রোযাও রাখছো? আমার এ প্রশ্নে সর্দার বললো, আল্লাহ পাকের সাথে সমঝোতা করার জন্যও তো কোন পথ খোলা রাখা উচিত।
হযরত শায়খ আবু বকর শিবলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, এই বিষয়টি যেমন তেমন শেষ হলো, কিছুদিন পর আমার মক্কায়ে মুকাররায় উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জিত হলো, আমি ডাকাতের সেই সর্দারকে সেখানে দেখলাম, তার চেহারায় ইবাদতের নূর ছিল, অতিরিক্ত সাধনার কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল এবং সে ইহরাম পরে কাবার তাওয়াফে ব্যস্ত ছিলো। তাকে সেই অবস্থায় দেখে আমি পুনরায় অবাক হলাম, আমি অবাক সুরে জিজ্ঞেস করলাম: তুমি কি ওই ব্যক্তি নয়? সে বললোঃ হ্যাঁ, আমিই সে এবং শোন, এই রোযা আমাকে আল্লাহর সাথে সমঝোতা করিয়ে দিল। (নদীর আওয়াজ, পৃষ্ঠা: ৭-৮)
প্রিয় ইসলামী ভাইয়েরা! রমযান নবজাগরণের (অর্থাৎ নতুন পবিত্র জীবন পাওয়ার) মাস। অচিরেই পবিত্র রমযান আসছে, আমাদেরও উচিত নিজেদের মধ্যে কিছু পরিবর্তন আনার চেষ্টা করা, নিজেকে, নিজের হৃদয়কে, নিজের আত্মাকে আবার নতুন করে সুধরানোর চেষ্টা করা, উদাহরণস্বরূপ, অতিতের জীবন গুনাহে অতিবাহিত করেছেন এখন তাওবা করে নিন, পূর্বে নামায আদায় করতেন না এখন নামায পড়া শুরু করে দিন, পূর্বে রোযা রাখতেন না এই বছর সম্পূর্ণ মাস রোযা রাখুন, পূর্বে সিনেমা ও নাটক দেখার অভ্যাস (Habit) ছিল এখন তা ছেড়ে দিন, পূর্বে কুদৃষ্টি দিতেন এখন তা থেকে বিরত থাকুন * পূর্বে গীবত চুগলী ইত্যাদি গুনাহে লিপ্ত থাকতেন এখন তা থেকে বিরত থাকুন * পূর্বে সুদের লেনদেন করতেন এখন তা ছেড়ে দিন মোটকথা পূর্বের জীবন যেভাবে কাটছিল তা কেটে গিয়েছে, এখন পবিত্র রমযান আসছে, রমযান মাস নবজাগরণের (নতুন জীবন গ্রহণ করার) মাস, তাই পূর্বের মন্দের জীবন ছেড়ে এখন নতুন সুন্দর জীবনের দিকে অগ্রসর হোন!
যেভাবে নতুন বছর আসার সাথে সাথে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্টের নতুন মডেল নিয়ে উপস্থিত হয়, এখন যেমন ২০২৫ সাল শুরু হয়েছে, তো সেই সুবাধে হয়তো মোটরসাইকেল, গাড়ি, মোবাইল ইত্যাদি কোম্পানিগুলো তাদের নতুন মডেল লঞ্চ করেছে,