Book Name:Ramadan Sudharne Ka Mahina Hai
দেখেন (২) فَاَرُوا اللہَ مِنْ اَنْفُسِکُمْ خَیْرًا সুতরাং তোমরা নিজের পক্ষ থেকে নেক আমল ও কল্যাণময় কাজ করে আল্লাহকে দেখাও।
অর্থাৎ এই বরকতময় মাসে বিশেষ করে আমাদের আগ্রহ ও প্রবনতা পরীক্ষা করা হয়, দেখা হয় যে * রমযান মাস তো দেয়া হয়েছে, এখন কে এতে আত্মশুদ্ধি করতে চায় * রমযান মাস তো দেওয়া হয়েছে, এখন কে এতে বেশি বেশি কুরআন তেলাওয়াত করে, * রমযান মাস তো দেওয়া হয়েছে এখন কে এতে গুনাহ থেকে বেঁচে থাকে * রমযান মাস তো দেওয়া হয়েছে, এখন কে এতে বেশি বেশি নেকী করে। মোটকথা আমাদের আগ্রহ দেখা হয়, তা পরীক্ষা করা হয়, তাই আমাদেরকে রমযান মাসে আগ্রহ দেখাতেই হবে। কে জানে! এই আগ্রহ ও প্রবনতা রমযান মাসে আমাদের আত্মশুদ্ধি হওয়া, মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবং আমাদের ক্ষমার মাধ্যম হয়ে যায়।
রমযান মাসে সংশোধন হওয়া ব্যাক্তিকে
প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্ণিত আছে যে, মুহাম্মদ নামের এক ব্যক্তি সারা বছরই নামায পড়তো না। যখন পবিত্র রমযান মাস আসতো, তখন সে পরিষ্কার কাপড় পরিধান করতো এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায আদায় করতো এবং পূর্ববর্তী কাযা নামাযও আদায় করতো। লোকেরা তাকে জিজ্ঞেস করল, তুমি এরূপ করো কেন? সে বললো: এ মাস হলো রহমত, বরকত, তাওবা ও ক্ষমার মাস, হতে পারে আল্লাহ পাক আমার এই কৃতকর্মের কারণে আমাকে ক্ষমা করবেন। যখন সে ইন্তেকাল করলো, তখন কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করল, আল্লাহ পাক তোমার সাথে কীরূপ আচরণ করেছেন? সে উত্তর দিল: আমার আল্লাহ পাক আমাকে রমযান মাসকে সম্মান করার কারণে ক্ষমা করে দিয়েছেন।
(দুররাতুন নাসিহীন, পৃষ্ঠা: ৮)
سُبْحَانَ الله! এটা হলো আল্লাহ পাকের দয়া প্রদর্শন, সেই মহা প্ররাক্রমশালি প্রতিপালক যদি ন্যায়বিচার করেন তবে একটি গুনাহের কারণেই পাকড়াও করতে পারেন, আর যদি অনুগ্রহ করেন তবে কেবল একটি নেকীর কারণেই বড় বড় গুনাহ ক্ষমা করে দিতে পারেন।
একটি মাস মহান আল্লাহর জন্য...!!
সর্বোপরি, প্রিয় ইসলামী ভাইয়েরা! রমযান মাস হলো সংশোধনের মাস। এতে সংশোধন হওয়ার দৃঢ় সংকল্পবদ্ধ হোন ! হাদীসে এসেছে, 'আল্লাহ পাক তোমাদের জন্য ১১ মাস নির্ধারণ করে রেখেছেন , যাতে খাও, পান করো, উপভোগ করো। কিন্তু একটি মাস নিজের জন্য নির্দিষ্ট করেছেন: فَاتَّقُوْا شَہْرَ رَمضَان فَاِنَّہٗ شَہْرُ اللہ অর্থাৎ রমযান মাসকে ভয় কর নিশ্চয় এটি আল্লাহ পাকের মাস। (শুয়াবুল ঈমান, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৩১২, হাদীস: ৩৬৩২)
প্রিয় ইসলামী ভাইয়েরা! রমযান মাস আসতেছে,সংশোধনের মাস আসতেছে, রমযান মাসের অন্যতম উদ্দেশ্য (Basic Purpose) হচ্ছে তাকওয়া অর্জন করা। তাই পুরো রমযান