Book Name:Mola Ali Aur Fikr e Akhirat
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর উপদেশ
হযরত বায়েজিদ বোস্তামি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক বড় আল্লাহর ওলী ছিলেন। একবার তাঁর ভাগ্য চমকে উঠল এবং স্বপ্নে মুসলমানদের চতুর্থ খলিফা মাওলা আলী মুশকিল কুশা رَضِیَ اللهُ عَنْہُ তাশরীফ আনলেন। হযরত বায়েজিদ বোস্তামি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আদব সহকারে আরয করলেন: হে আমিরুল মোমিনীন رَضِیَ اللهُ عَنْہُ! আমাদের উপকারী বিষয় শিখান! তিনি কিছু উপদেশ দিলেন, এরপর বললেন: সবচেয়ে উত্তম উপদেশ হল, এতটুকু বলে তিনি তাঁর মুষ্টি খুললেন, তাতে স্বর্ণের পানি দ্বারা এই কবিতা লিখা ছিল:
كُنْتَ مَيِّتًا فَصِرْتَ حَيًّا وَعَنْ قَلِيلٍ تَکُونُ مَيِّتًا
فَابْنِِ بِدَارِ الْبَقَاءِ بَيْتًا وَاْهْدِم بِدَارِ الْفَنَاءِ بَيْتًا
অনুবাদ: তোমরা প্রথমে কিছুই ছিলে না, এরপর জীবিত হলে, অতিসত্তর দ্বিতীয়বার মৃত্যুর মুখে পতিত হবে। অতঃপর চিরস্থায়ী থাকা পৃথিবীতে (অর্থাৎ আখিরাত) নিজের ঘর বানাও, অস্থায়ী (অর্থাৎ দুনিয়ার) ঘর ভেঙ্গে ফেল। (তারিখে দামেস্ক, খন্ড ১৪, পৃঃ ১০৫)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা খুব সুন্দর একটি উপদেশ, এর দ্বারা এটা কখনোই উদ্দেশ্য নয় যে, আমরা আমাদের ঘর ভেঙ্গে রাস্তায় এসে যাবো। তবে হ্যাঁ! এটাতো উদ্দেশ্য অবশ্যই যে, এই দুনিয়ার ঘরে অন্তর লাগাবে না বরং আখিরাতের চিন্তা করবে।
মাগফিরাতের দিকে দ্রুত অগ্রসর হও!
হযরত আলীয়্যূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ একবার খুতবা দিতে গিয়ে বলেন: হে আল্লাহ পাকের বান্দারা! মৃত্যু! মৃত্যু! যেটা থেকে বাঁচতে পারে এমন কেউ নেই। যদি তোমরা এটা থেকে পালাতে চেষ্টা কর তবে এটা তোমাদেরকে পালাতে দেবে না এবং তোমাদেরকে ধরে ফেলবে। এই মৃত্যু তোমাদেরকে কপালে ধরে রেখেছে। এখন মুক্তি শুধুমাত্র দ্রুত আমল করার মধ্যেই রয়েছে। তোমাদের পিছনে এক দ্রুত কাজ সম্পাদনকারী প্রত্যাশি রয়েছে আর সেটা হল কবর। শোন! কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান অথবা জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। শোন! এই কবর প্রতিদিন তিনবার বলে: আমি অন্ধকার ঘর, আমি ভয়ানক জায়গা এবং পোকা মাকড়ের ঘর। শোন! এই কবরের পর এমন একদিন আসবে যেটা থেকে কঠিন আর কোন দিন আসবে না। ওই দিন বাচ্চা বৃদ্ধ হয়ে যাবে এবং বৃদ্ধ হুঁশে থাকবে না। আল্লাহ পাক ইরশাদ করেন:
تَذْہَلُ
کُلُّ مُرْضِعَۃٍ عَمَّاۤ اَرْضَعَتْ
وَ
تَضَعُ کُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَہَا وَ تَرَی النَّاسَ سُکٰرٰی وَ مَا ھُمْ
بِسُکٰرٰی
وَ
لٰکِنَّ عَذَابَ اللّٰہِ شَدِیْدٌ