Mola Ali Aur Fikr e Akhirat

Book Name:Mola Ali Aur Fikr e Akhirat

* সেহেরীর সময় তাওবা ইস্তিগফারের অনেক ফযিলত, এটাও করে নিন * পাঁচ ওয়াক্ত নামায মসজিদে জামাআত সহকারে আদায় করতে থাকুন * ইশরাক, চাশত এবং আওয়াবীনের নফলেরও অভ্যাস গড়ুন * তারাবীহ সম্পূর্ন ২০ রাকাত আদায় করুন * অধিকহারে দরুদে পাক পাঠ করুন * চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ পাকের যিকির চালু রাখুন * জিহবাকে অনর্থক কাজ থেকে বিরত রেখে আল্লাহর যিকিরে লাগিয়ে দিন * মন মস্তিষ্ককে আল্লাহ পাকের স্মরণে লাগিয়ে রাখুন, اِنْ شَآءَ الله অনেক বরকত নসীব হবে   

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

আয়েশা! তাঁকে সম্মান কর!

          হযরত মায়াযা গাফারিয়া رَضِیَ اللهُ عَنْہَا বলেন: একদিন আমি হযরত আয়েশা رَضِیَ اللهُ عَنْہَا এর সাথে দেখা করতে গেলাম, আমি দেখলাম যে, হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ তাঁর ঘর থেকে বাহিরে বের হলেন এবং আপন গন্তব্যের উদ্দেশ্যে চলে গেলেন,আমি ভিতরে গেলাম, তখন নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঘরের মধ্যেই ছিলেন, তিনি সায়্যিদা আয়েশা
رَضِیَ اللهُ عَنْہَا কে ইরশাদ করেছিলেন: হে আয়েশা! সে (অর্থাৎ আলীয়ূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ) সকল পুরুষের মধ্যে আমার নিকট খুবই প্রিয়, হে আয়েশা! আমার সন্তুষ্টির জন্য তাঁর হক সম্পর্কে জানো! এবং তাঁকে সম্মান কর....!! (উসদুল গাবাহ, খন্ড , পৃঃ ২৫৯)

 

প্রিয় আকার সর্বাধিক প্রিয় কে?

          প্রিয় ইসলামী ভাইয়েরা! সায়্যিদা আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہَا এর মুখে মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর আরো শান শুনুন! তিনি বলেন: সায়্যিদা ফাতেমা এবং তাঁর স্বামী (অর্থাৎ মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ) প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সর্বাধিক প্রিয় ছিল (রিয়াদুন নাদ্বরা, ৩য় অংশ, পৃঃ ১০০)

          سُبْحٰنَ الله! মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর কেমন শান ....!! এমনিতে সবচেয়ে শ্রেষ্ট সাহাবী প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক رَضِیَ اللهُ عَنْہُ কিন্তু আহলে বায়ত আতহারের মধ্যে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সবচেয়ে প্রিয় ছিলেন মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এবং আখিরাতের চিন্তা

          প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত মাওলা আলী, শেরে খোদা, আলীয়্যূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ ইলম আমলে অনেক উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন ইলমের মধ্যে এমনি অনন্য ছিলেন যে, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَنَا مَدِیْنَۃُ الْعِلْمِ وَ عَلِیٌّ بَابُہَا অর্থাৎ আমি জ্ঞানের শহর আর আলী হল সেই শহরের দরজা (মুসতাদরাক, খন্ড , পৃঃ ৯৬, হাদিস: ৪৬৯৩)