Mola Ali Aur Fikr e Akhirat

Book Name:Mola Ali Aur Fikr e Akhirat

          অনুরপভাবে চরিত্রে, কাজেকর্মে হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর শান ছিল অনন্য, অসংখ্য বৈশিষ্ট্যাবলী, অগণিত ভালো গুণ তাঁর পবিত্র জীবনী থেকে শিক্ষা পাই হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর অন্যতম বৈশিষ্ট্য, যা তিনি নিজে ধারনও করে রেখেছিলেন এবং এর শিক্ষাও দিতেন, তা হল: আখিরাতের চিন্তা

          হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ আখিরাতের চিন্তা ধারনকারী ছিলেন * কবর আখিরাতকে স্মরণ করার জন্য কবরস্থানে যাওয়া * আখিরাতের চিন্তায় কান্নাকাটি করা * সর্বদা আখিরাতের সফলতার চিন্তায় চিন্তিত থাকা * এর জন্য দোয়া করতে থাকা * আখিরাতের চিন্তায় নিমগ্ন হয়ে ইবাদত করা * সারারাত জাগ্রত থাকা * দুনিয়া থেকে দূরে থাকা * দুনিয়ার ভালোবাসা থেকে একেবারে বেঁচে থাকা * এবং দরস বয়ানের মাধ্যমে মানুষদেরকে আখিরাতের প্রস্তুতির উপর প্ররোচিত করতে থাকা, মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর জীবনের এক উল্লেখযোগ্য দিক * রবং শায়খ জুনায়েদ বাগদাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  বলেন: شَیْخُنَا فِی الْاُصُولِ وَ الْبَلاَءِ عَلِیُّ الْمُرْتَضٰی অর্থাৎ ত্বরীকতের রাস্তায় এবং বিপদাপদে (অর্থাৎ আখিরাতের কল্যাণের জন্য দুনিয়ায় কষ্ট সহ্য করার ব্যাপারে) মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ আমাদের ইমাম (কাশফুল মাহজুব, পৃঃ ৮৭)

 

মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর এক আমল

          হযরত দ্বররার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি আল্লাহ পাককে স্বাক্ষী বানিয়ে বলছি, আমি অনেকবার মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ কে দেখেছি; তিনি রাতের অন্ধকারে তাঁর মেহরাবের মধ্যে ভয়ে প্রকম্পিত হয়ে (অর্থাৎ একেবারে ভীত সন্ত্রস্ত অবস্থায়) বসতেন, দাড়ি মোবারক ধরতেন এবং এমন অস্থির হতেন যেন তাঁকে বিষাক্ত সাপ দংশন করেছে তিনি খুব মারাত্নকভাবে কান্না করতেন এবং অসহায়ভাবে বলে উঠতেন: হে আমার রব! হে আমার রব....!! এরপর দুনিয়াকে উদ্দেশ্য করে বলতেন: হে দুনিয়া তুমি আমাকে ধোকায় ফেলতে এসেছ, আমার জন্য সজ্জিত হয়ে এসেছ? দূর হয়ে যাও! অন্য কাউকে ধোকা দাও, আমি তোমাকে তিন তালাক দিয়ে দিয়ে দিয়েছি, তোমার বয়স কম অথচ তোমার বিপদ সহ্য করা সহজ এরপর হতাশ হয়ে বলতেন: আহ আফসোস! শত আফসোস! পাথেয় সামান্য, সফর অনেক লম্বা আর রাস্তা আতঙ্কে ভরপুর

(হিলিয়াতুল আউলিয়া, ১ম খন্ড, পৃঃ১২৬, সংখ্যা: ২৬১)

 

          اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী ভাইয়েরা! ইনি হলেন মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ ...!! * তিনি হলেন সেই, যার সন্তান জান্নাতি যুবকদের সর্দার * তিনি সেই, যাকে দেখা ইবাদত * তিনি সেই, যার নামে দুনিয়া আখিরাতের বিপদ আপদ দূর হয় * তিনি সেই, যার সদকায় লক্ষ লক্ষ লোক জান্নাতে যাবে * তিনি সেই, যার ভালোবাসাকে ঈমানের আলামত আখ্যায়িত করা হয়েছে * তিনি সেই, যার শানে কুরআনের আয়াত অবতীর্ণ হয়েছে
* তিনি সেই, যাকে রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের ভাই বলতেন
* তিনি সেই, যাকে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একবার নয় বরং অনেকবার জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, বরং তিনি হলেন সেই, যার ভালোবাসা জান্নাতে যাওয়ার উপলক্ষ হয়ে