Book Name:Mola Ali Aur Fikr e Akhirat
* সবচেয়ে উত্তম হল মসজিদে হেরম শরীফে ইতিকাফ করা, এরপর মসজিদে নববীতে এরপর মসজিদে আকসায় (অর্থাৎ বায়তুল মুকাদ্দাস) এরপর সেখানে, যেখানে বড় জামাআত হয়। (প্রাগুক্ত, পৃঃ ২৪০) * ইতিকাফের কারণে যে সকল নেকী থেকে বঞ্চিত হয়ে গেল, যেমন: কবর যিয়ারত, মুসলমানদের সাথে সাক্ষাত, রোগীর সেবা, জানাযার নামাযে উপস্থিতি, সে এই সকল নেকীর সাওয়াব সেভাবে পাবে যেভাবে এগুলোর উপর আমলকারী সাওয়াব পায়। (মিরাতুল মানাজিহ, ৩/২১৭) * ইসলামী বোনেরা মসজিদে বায়তে ইতিকাফ করবে, মসজিদে বায়ত ওই জায়গাকে বলে, যা মহিলারা নিজের নামাযের জন্য নির্ধারিত করে রাখে। (ফয়যানে রমযান, পৃঃ ২৮৯) * ইতিকাফের সময় দু’টি কারণে মসজিদ থেকে বের হওয়ার অনুমতি রয়েছে: (১) হাজতে শরয়ী (২) হাজতে ত্ববয়ী। হাজতে শরয়ী, যেমন: জুমার নামায আদায় করার জন্য যাওয়া। (প্রাগুক্ত, পৃঃ ২৬৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুসারে “শবে কদরের দোয়া” মূখস্থ করানো হবে। দোয়াটি হল:
اَللّٰھُمَّ اِنَّکَ عَفُوٌّ کَرِیْمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّی
অনুবাদ: হে আল্লাহ! নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, দয়ালু এবং ক্ষমা করাকেই পছন্দ কর, তাই আমাকে ক্ষমা করে দাও। (মাদানী পাঞ্জেসূরা, পৃঃ ১৯২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম।
(জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।
২. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়) করবো।
৩. যার উপর আমল হয় নি, তার জন্য অনুতাপ এবং ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো।
৪. গুনাহ থেকে বিরতকারী কোনো নেক আমলের উপর (আল্লাহ না করুক) আমল না হলে, তবে তাওবা ও ইস্তিগফার করার পাশাপাশি ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করবো।
৫. বিনা প্রয়োজনে নিজের নেকী (যেমন; অমুক অমুক বা এতগুলো নেক কাজের উপর আমল করেছি) প্রকাশ করবো না।
৬. যে সকল নেক আমলের উপর পরে আমল করা যাবে (যেমন; আজ ৩১৩ বার দরূদ শরীফ পড়া হয়নি) তবে পরে অথবা কাল আমল করবো।