Book Name:Mola Ali Aur Fikr e Akhirat
১৭ই রমযানুল মোবারক মুসলমানদের প্রিয় আম্মাজান, সিদ্দিকা বিনতে সিদ্দিক হযরত আয়েশা সিদ্দিকা তৈয়্যেবা, তাহেরা رَضِیَ اللهُ عَنْہَا এরও ওরসে পাক। * সায়্যিদাহ আয়েশা رَضِیَ اللهُ عَنْہَا অনেক ফযিলতময় মহিলা ছিলেন * নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয়তম স্ত্রী ছিলেন * হযরত সিদ্দিকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর কন্যা ছিলেন * তিনি অনেক বড় আলীমা (জ্ঞানী) মুত্তাকী ছিলেন * তাফসীর, হাদিস এবং ফিকাহ (অর্থাৎ ইসলামী হুকুম আহকামের জ্ঞান) শাস্ত্রে খুবই অভিজ্ঞ ছিলেন * অধিকহারে রোযা রাখতেন * খুব বেশি ইবাদত করতেন * খুব বেশি দানশীল ছিলেন * দুনিয়া বিমুখ এবং সর্বদা আখিরাতের চিন্তায় নিমগ্ন থাকতেন * ১৭ই রমযানুল মোবারক তিনি এই দুনিয়া থেকে ইন্তিকাল করেন, তাঁর মাযারে পাক জান্নাতুল বকীতে অবস্থিত। (সীরাতে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, পৃষ্ঠা ৬৫৭-৬৬২)
আর ২১ রমযানুল মোবারক মুসলমানদের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর শাহাদাত দিবস।
(কারামতে শেরে খোদা, পৃঃ ১৩ )
মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর সংক্ষিপ্ত পরিচিতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! * হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ মুসলমানদের চতুর্থ খলিফা * তিনি মক্কা মোকাররমায় জন্মগ্রহণ করেন * ১০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। (কারামতে শেরে খোদা, পৃঃ ১২) * তাঁর আম্মাজান তাঁর নাম হায়দার রাখেন কিন্তু তাঁর বাবা তাঁর নাম রাখেন আলী * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে আসাদুল্লাহ উপাধী দান করেন। (মিরাতুল মানাজীহ, খন্ড ৮, পৃঃ ৪১২) * আসাদুল্লাহ এর অর্থ: আল্লাহর সিংহ। * মাওলা আলী মুহাজিরীনে আওয়াল (অর্থাৎ প্রথম হিজরতকারী) এবং আশারায়ে মুবাশশারা (অর্থাৎ ওই ১০ জন সৌভাগ্যবান সাহাবী, যাদেরকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নাম নিয়ে জান্নাতের সুসংবাদ দান করেছেন, তাঁদের) অন্তর্ভুক্ত। * বদর, উহুদ ইত্যাদি যুদ্ধে অংশগ্রহণ করেন। (উসদুল গাবাহ, খন্ড ৪, পৃঃ ৮৮) * তাঁর বীরত্ব ও সাহসীকতা খুবই প্রসিদ্ধ ছিল * মুসলমানদের তৃতীয় খলিফা হযরত উসমানে গণী رَضِیَ اللهُ عَنْہُ এর শাহাদাতের পর তিনি খিলাফতের মসনদে আসীন হন। (তারীখুল খোলাফা, পৃঃ ১১১) * তিনি ৪ বছর ৮ মাস এবং ৯ দিন পর্যন্ত খিলাফতের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেন। (কারামতে শেরে খোদা, পৃঃ১৩) * ১৭ বা ১৯ রমযানুল মোবারক ৪০হিজরীতে এক পথভ্রষ্ট খারেজীর হামলায় মারাত্মকভাবে আহত হন এবং ২১ রমযানুল মোবারক রবিবার রাতে শাহাদাতের সুধা পান করেন। (কারামতে শেরে খোদা, ১৩ পৃঃ)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর শান
হে আশিকানে রাসূল! মাওলা আলী শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর শানে ওই হাদিস সমূহ, যেগুলো মুসলমানদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা رَضِیَ اللهُ عَنْہُ লোকদেরকে শুনাতেন,