Book Name:Mola Ali Aur Fikr e Akhirat
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল!
প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে
জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য
সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য
বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে
পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এখন যেই দিনগুলি অতিবাহিত হচ্ছে অর্থাৎ রমযানুল মোবারকের দ্বিতীয় দশকের শেষ দিন সমূহ। ইসলামী হিসেবে এগুলো খুবই ঐতিহাসিক দিন। ১৭ই রমযানুল মোবারকে হক ও বাতিলের এক মহান যুদ্ধ অর্থাৎ বদরের যুদ্ধ হয়েছিল। এটা এত মর্যাদা সম্পন্ন দিন ছিল যে, আল্লাহ পাক একে یَوْمُ الْفُرْقَان (অর্থাৎ হক বাতিলের মাঝে পার্থক্যকারী দিন) বলেছেন। মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ জন আর অমুসলিমদের সংখ্যা ছিল এক হাজারেরও অধিক, দিনটিও ছিল রমযান মাস, এতদসত্তেও সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان পূর্ণ সাহসীকতা দেখান, যুদ্ধে অংশগ্রহণ করেন এবং মক্কার কাফিরদের যারা দ্বীনে ইসলামকে দুনিয়া থেকে মুছে দিতে দিন রাত চেষ্টা করত, সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَانদেরকে কঠিন থেকে কঠিনতর কষ্ট দিত, তাদের কাছে সম্পদ ছিল, জনবলও ছিল বেশি কিন্তু সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَانএর ঈমানী স্পৃহার সামনে না তাদের সম্পদ কাজে এসেছে, না শক্তি কাজে এসেছে, না জনবল কিছু করতে পেরেছে। ওই দিন আল্লাহ পাক মুসলমানদের এমন মহান বিজয় দান করলেন যে, এর দ্বারা হক ও বাতিলের মাঝে সুষ্পষ্ট পার্থ্ক্য হয়ে গেল। (সীরাতে মুস্তফা ﷺ, পৃ: ২১০-২৩২)
অনুরূপভাবে ১৯ রমযানুল মোবারক নবী করীম صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় কন্যা হযরত রুকাইয়া رَضِیَ اللهُ عَنْہَا এর ওরসে পাক হয়ে থাকে। যখন নবী করীম صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বদরের যুদ্ধের জন্য রওয়ানা হলেন, সে সময় তিনি অসুস্থ ছিলেন, ১৯ রমযানুল মোবারক যখন বদর যুদ্ধের বিজয়ের সুসংবাদ মদীনায় পৌছে, তখন লোকেরা হযরত রুকাইয়া
رَضِیَ
اللهُ عَنْہَا কে দাফন করছিল। (বজলুল কুয়াহ, পৃঃ ৪৩০)
اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন! এটা কত বড় কোরবানি....!! শাহজাদী অসুস্থ ছিল, এতদসত্তেও হুযুর নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইসলামের সুউচ্চতার জন্য বদরে তাশরীফ নিয়ে গেলেন।