Mola Ali Aur Fikr e Akhirat

Book Name:Mola Ali Aur Fikr e Akhirat

          প্রিয় ইসলামী ভাইয়েরা! আসলেই এটা অনেক বড় অনুশোচনার বিষয়, সম্পদ তো জমা করল কিন্তু নিজের সম্পদ থেকে কোন উপকার নিতে পারল না, সমস্ত সম্পদ অন্যের হাতে চলে গেল, এখন কি হয়, উত্তরাধিকারি মাটির উপর ওই সম্পদ দ্বারা আরাম আয়েশ করছে আর সম্পদ জমাকারি মাটির নিচে আযাবে গ্রেফতার অথবা অনুশোচনার স্বীকার হয়

 

মাওলা আলীর কবরবাসীদের সাথে কথাবার্তা

          হযরত সাঈদ ইবনে মুসায়্যিব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমরা হযরত শেরে খোদা আলীয়্যূল মুরতাযা رَضِیَ اللهُ عَنْہُ এর সাথে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, তিনি বললেন: اَلسَّلَامُ عَلَیْکُمْ یَا اَهْلَ الْقُبُوْرِ وَرَحْمَۃُ الله অর্থাৎ হে কবরবাসী! তোমাদের উপর শান্তি এবং আল্লাহ পাকের রহমত বর্ষণ হোক  

          এরপর বললেন: হে কবরবাসীরা! তোমরা তোমাদের সংবাদ বলবে নাকি আমরা তোমাদেরকে বলব? হযরত সাঈদ ইবনে মুসায়্যিব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমরা কবর থেকে وَ عَلَیْکَ السَّلَامُ وَرَحمَۃُ اللهِ وَبَرَکَاتُہٗ এর আওয়াজ শুনলাম এরপর একজন বলল: হে আমীরুল মুমিনীন! আপনিই সংবাদ দিন যে, আমাদের মৃত্যুর পর কী হল? হযরত মাওলা আলী
رَضِیَ اللهُ عَنْہُ বললেন: শুনে নাও! * তোমাদের সম্পদ বন্টন হয়ে গেছে
* তোমাদের স্ত্রীরা দ্বিতীয় বিবাহ করে নিয়েছে * তোমাদের সন্তানরা এতিমদের অর্ন্তভুক্ত হয়ে গেছে * যেই ঘরগুলো তোমরা খুব মজবুতভাবে বানিয়েছো সেখানে তোমাদের শত্রুরা বসবাস করছে এবার তোমরা তোমাদের অবস্থা শুনাও

          এটা শুনে একটি কবর থেকে আওয়াজ এল: হে আমিরুল মোমিনীন! আমাদের কাফন ফেটে টুকরো টুকরো হয়ে গেছে আমাদের চুল ঝরে পড়ে বিক্ষিপ্ত হয়ে গেছে, আমাদের চামড়া টুকরো টুকরো হয়ে গেছে আমাদের চোখ গালে নেমে গেছে আমাদের নাক থেকে পূঁজ প্রবাহিত হচ্ছে, আমরা যা কিছু সামনে প্রেরণ করেছি (অর্থাৎ যেমন; আমল করেছি) সেটাকেই পেয়েছি যা কিছু পেছনে রেখে এসেছি তাতে ক্ষতি হয়েছে (তারিখে দামেস্ক, খন্ড: ২৭, পৃ: ৩৯৫)

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঘটনা থেকে হযরত মাওলা আলী মুশকিল কুশা আলীয়্যূল মুরতাযা শেরে খোদা رَضِیَ اللهُ عَنْہُ এর সুউচ্চ মর্যাদা এবং সম্মান আর শুনার শক্তির একটি ঝলক দেখা গেল যে, তিনি মৃতদের সাথে তাদের বরযখী (কবরের জগৎ) অবস্থা জিজ্ঞাসা করলেন, উত্তর শুনলেন এবং তাদেরকে দুনিয়াবি অবস্থাও জানালেন নিঃসন্দেহে এটা তাঁর মহান কারামত এই বর্ণনায় আরো আমাদের জন্য শিক্ষার বিষয়ও রয়েছে যে, যেই ব্যক্তি দুনিয়ায় থেকে নিজের আকীদা আমলকে সংশোধন করবে না, দুনিয়ার আকাঙ্ক্ষার ফাঁদে ফেঁসে আখিরাত থেকে উদাসীন থাকবে তার কবর তার জন্য কঠোরতার ঘর হবে আর এই দুনিয়ার অহেতুক চিন্তা আকাঙ্ক্ষা তার কোন কাজে আসবে না বরং দুনিয়ার সম্পদ জমা করার চিন্তায় নিমগ্ন থাকা ব্যক্তি এবং ওই অবস্থায় মৃত্যুবরন করে অন্ধকার কবরের সিড়ি অতিক্রমকারী তার দুনিয়াবি সম্পদ থেকে কোন উপকার লাভ করতে পারবে না তার উত্তরাধিকারীরা তার সম্পদ হস্তগত বরং সম্পদ নেওয়ার জন্য ঝগড়া করে নিজেদের আপন কাজে ব্যতিবস্ত হয়ে পড়বে আর এই বোকা লোকটি