Mola Ali Aur Fikr e Akhirat

Book Name:Mola Ali Aur Fikr e Akhirat

(পারা ১৭, সূরা হজ্জ, আয়াত )                কানযুল ঈমানের অনুবাদ: প্রত্যেক স্তন্যদাত্রী আপন দুগ্ধপায়ী শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে আর তুমি মানুষকে দেখবে যেন নেশাগ্রস্ত; অথচ তারা নেশাগ্রস্ত থাকবে না কিন্তু ঘটনা এই যে, আল্লাহ্‌র মার কঠিন।

 

          শোন! এরপর এমন একদিন (অর্থাৎ কিয়ামত) রয়েছে, যেটার চেয়ে কঠিন আর কোন দিন হবে না ওই দিন জাহান্নামকে প্রজ্জ্বলিত করা হবে, সেটার গরম হবে তীব্র এবং সেটার গভীরতা হবে খুব বেশি সেই জাহান্নামের লোহা হবে শিকলের আর পানি হবে পূঁজের তাতে আল্লাহ পাকের রহমতের কোন অংশ নেই এটা শুনে এক লোক খুব বেশি কান্না করল, এরপর তিনি رَضِیَ اللهُ عَنْہُ বললেন: এরপরেও একটা দিন রয়েছে, যেটার ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ سَارِعُوْۤا اِلٰی مَغْفِرَۃٍ  مِّنْ رَّبِّکُمْ وَ جَنَّۃٍ عَرْضُہَا السَّمٰوٰتُ
وَ الْاَرْضُ ۙ اُعِدَّتْ  لِلْمُتَّقِیْنَ

(পারা , আলে ইমরান, আয়াত ১৩৩)       কানযুল ঈমানের অনুবাদ: এবং (তোমরা) দ্রুত অগ্রসর হও নিজ রবের ক্ষমা এবং এমন বেহেশ্‌তের প্রতি যার প্রশস্ততায় সমস্ত আসমান ও যমীন এসে যায়, যা পরহেয্‌গারদের জন্য তৈরী রাখা হয়েছে।

 

          আল্লাহ পাক আমাদেরকে এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করান এবং বেদনাদায়ক আযাব থেকে বাঁচান (তাম্বীহুল গাফেলীন, পৃঃ ২০)

 

বাকী জীবন অমূল্য

          প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাই সঠিক কথা, আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে যে, জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, এতে একেবারে বিলম্ব কর না ব্যস আজ থেকে আমরা পাকাপোক্ত এই মানসিকতা বানিয়ে নিই, পূর্বে যে জীবন অতিবাহিত হয়েছে, যেভাবে অতিবাহিত হয়েছে, চলে গেছে, এখন থেকে আমরা নেকীতে মন লাগাব, পূর্বে যা গুনাহ হয়ে গেছে, সেগুলো থেকে সত্যিকার তাওবা করে নিব, আগামীতে কখনো গুনাহের নিকটে যাব না আর ব্যস আখিরাতের চিন্তায় মগ্ন থাকব হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ এর খুব সুন্দর বাণী: তিনি বলেছেন: بَقِیَّۃُ عُمْ اِلرَّجُلِ لَا ثَمَنَ لَہٗ অর্থাৎ মানুষের যে জীবন অবশিষ্ট রয়েছে, সেটা অমূল্য (আয যুহুদুল কবীর লিল বায়হাকী, পৃঃ ২৯৫, সংখ্যা: ৭৭৯)

 

          اَلْحَمْدُ لِلّٰه আমাদের নিঃশ্বাস এখনো চলছে, সেটাকে গনীমত জানুন, এখনো তাওবার দরজা খোলা রয়েছে, তা থেকে উপকারীতা অর্জন করুন اَلْحَمْدُ لِلّٰه রমযান মাসের বরকতময় দিন চলছে, শেষ দশক আসন্ন, ক্ষমা মাগফিরাতের বার্তা বন্টন হওয়ার দিন এর থেকে উপকার লাভ করুন, রমযানের বাকী দিন অতঃপর সারা জীবন নেকীর কাজে অতিবাহিত করার পরিপক্ক সত্যিকার তাওবা করে নিন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুকاٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم